India vs Pakistan: ‘চাপ সামলাবে যারা, বাজিমাত করবে তারা’, ভারত-পাক দ্বৈরথের আগে বলছেন মহম্মদ রিজওয়ান
Mohammad Rizwan: পাক ক্রিকেট দলের অন্যতম বড় ভরসা উইকেট কিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান। আসন্ন এশিয়া কাপে তাঁর দিকে বিশেষ নজর থাকবে।
নয়াদিল্লি: বাবর আজমের গ্রিন আর্মি এখন বিশ্বের এক নম্বর ওডিআই টিম। আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2023) পাকিস্তানের সফর শুরু হবে ৩০ অগস্ট। পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এশিয়া কাপে শুভারম্ভ করবে বাবরের গ্রিন আর্মির বিরুদ্ধে। ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের জন্য দুই দেশের সমর্থকরা এখন থেকেই উত্তেজিত। ওডিআই বিশ্বকাপের আগে এ বারের এশিয়া কাপে ২ সেপ্টেম্বর দেখা হচ্ছে যুযুধান দুই দলের। ভারত-পাক মহারণের আগে এশিয়া কাপের সম্প্রচারকারী চ্যানেলে পাক উইকেট কিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) জানিয়েছেন, ‘চাপ সামলাবে যারা, বাজিমাত করবে তারা’। আর কী কী বললেন রিজওয়ান? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ভারত ও পাকিস্তান দুই দলেই প্রতিভার অভাব নেই। তবে এই দুই টিম যখনই সম্মুখ সমরে নেমেছে একটা আলাদা উত্তেজনা ছড়িয়েছে দুই দলের সমর্থক এবং ক্রিকেটারদের মধ্যে। পাক উইকেট কিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান জানিয়েছেন, দুই দলের কিছু শক্তি এবং দুর্বলতা রয়েছে। তাই যারা চাপ সামলাতে পারবে, ম্যাচও তারাই জিতবে।
মহম্মদ রিজওয়ানের কথায়, ‘ভারত ভালো টিম। আমাদের টিমটটাও ভালো। ভারতের যেমন কিছু শক্তি এবং দুর্বলতা রয়েছে। তেমনই আমাদেরও কিছু শক্তি এবং দুর্বলতা রয়েছে। ভারত-পাক ম্যাচ মানেই চাপের। সারা বিশ্ব তার সাক্ষী থেকেছে। আমার মতে একজন তারকা ক্রিকেটার এবং একজন আন্তর্জাতিক ম্যাচে খেলা ক্রিকেটারের পার্থক্য শুধু অভিজ্ঞতার ক্ষেত্রে। যে বেশি অভিজ্ঞ সে চাপ তত সহজে সামলাতে পারে। তাই আমি মনে করি যারা চাপ সামলাতে পারবে, তারা ম্যাচ বের করে নিয়ে যাবে।’
View this post on Instagram
২০১৯ সালে শেষ বার ওডিআই ফর্ম্যাটে ভারতের বিরুদ্ধে খেলেছিল পাকিস্তান। সেই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বৃষ্টির কারণে ওই ম্যাচ ৮৯ রানে ডি/এল মেথডে হেরেছিল পাকিস্তান। সেই সময় পাকিস্তানের অধিনায়ক ছিলেন সরফরাজ আহমেদ।