ODI World Cup: বিশ্বকাপে সর্বাধিক রান করা ভারতীয় ক্রিকেটারের তালিকায় কত নম্বরে রয়েছেন রানমেশিন কোহলি?

Team India in Cricket World Cup: আসন্ন বিশ্বকাপের আগে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে দেখে নিন আইসিসির এই মেগা টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করা ১০ ভারতীয় ক্রিকেটার কারা। আর কোন ভারতীয় ক্রিকেটার রয়েছেন এই তালিকার শীর্ষে?

ODI World Cup: বিশ্বকাপে সর্বাধিক রান করা ভারতীয় ক্রিকেটারের তালিকায় কত নম্বরে রয়েছেন রানমেশিন কোহলি?
বিশ্বকাপে সর্বাধিক রান করা ভারতীয় ক্রিকেটারের তালিকায় কত নম্বরে রয়েছেন রানমেশিন কোহলি?Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 05, 2023 | 8:30 AM

কলকাতা: এ বারের ওডিআই বিশ্বকাপ (ODI World Cup) শুরু হবে ৫ অক্টোবর। ক্রিকেট প্রেমীরা এখন থেকেই ক্যালেন্ডারের পাতায় নিশ্চিতভাবে ৫ অক্টোবর তারিখে দাগ দিয়ে রেখেছেন। কেউ কেউ আবার এখন থেকেই নিজের স্মার্টফোনে বিশ্বকাপ সূচনার দিনক্ষণ রিমাইন্ডারে সেট করে রেখেছেন। আপনি কোন তালিকায় পড়েন? বিশ্বসেরা হওয়ার জন্য তৈরি হচ্ছে ১০ দল। ভারতের ১০ শহরে এ বারের ওডিআই বিশ্বকাপের হাড্ডাহাড্ডি লড়াই হবে। ভারতের মাটিতে এ বারের বিশ্বকাপ হওয়ায় একটা আলাদা উত্তেজনা রয়েছে ক্রিকেট ভক্তদের। আসন্ন বিশ্বকাপের আগে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে দেখে নিন আইসিসির এই মেগা টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করা ১০ ভারতীয় ক্রিকেটার কারা। আর কোন ভারতীয় ক্রিকেটার রয়েছেন এই তালিকার শীর্ষে? এ বারের বিশ্বকাপে বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে আপামর ক্রিকেট ভক্তর আলাদা উত্তেজনা রয়েছে। ক্রিকেট মহলে অনেকেই আলোচনা করছেন এটাই তাঁর শেষ বিশ্বকাপ হতে পারে। তাই আরও বেশি ফোকাসে থাকতে চলেছেন ভিকে।

এক ঝলকে দেখে নিন পুরুষদের ওডিআই বিশ্বকাপে সর্বাধিক রান করা ভারতীয় ক্রিকেটারের তালিকা —

এখনও অবধি ২ বার ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছে ভারত। তার মধ্যে এই টুর্নামেন্টে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। ওডিআই বিশ্বকাপে সচিন ৪৪টি ইনিংসে ২২৭৮ রান করেছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ২৬টি ইনিংসে তিনি করেছেন ১০৩০ রান। ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা ভারতীয় ক্রিকেটারদের তালিকায় তিন থেকে ৫ নম্বরে রয়েছেন যথাক্রমে সৌরভ গঙ্গোপাধ্যায় (২১টি ইনিংসে ১০০৬ রান), রোহিত শর্মা (১৭টি ইনিংসে ৯৭৮ রান) ও রাহুল দ্রাবিড় (২১টি ইনিংসে ৮৬০ রান।)

ভারতীয় ব্যাটার হিসেবে ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় সচিন-বিরাট-সৌরভ-রোহিত-দ্রাবিড়ের পর ছয় থেকে দশ নম্বরে রয়েছেন যথাক্রমে – বীরেন্দ্র সেওয়াগ (২২টি ইনিংসে ৮৪৩ রান), মহম্মদ আজহারউদ্দিন (২৫টি ইনিংসে ৮২৬ রান), মহেন্দ্র সিং ধোনি (২৫টি ইনিংসে ৭৮০ রান), যুবরাজ সিং (২১টি ইনিংসে ৭৩৮ রান) ও কপিল দেব (২৪টি ইনিংসে ৬৬৯ রান)।