নবদম্পতিকে মাহির নিমন্ত্রণ

একসপ্তাহ আগে নতুন ইনিংস শুরু করেছেন ভারতীয় স্পিনার চহাল (Yuzvendra Chahal)। লাইফ পার্টনার ধনশ্রীকে নিয়ে মধুচন্দ্রিমায় ইউজি। দুবাইতে তাঁদের হানিমুনের মাঝেই মিস্টার অ্যান্ড মিসেস চহালকে ডিনার ট্রিট দিলেন ধোনি (MS Dhoni)। তারই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ভারতীয় স্পিনার ও তাঁর কোরিওগ্রাফার স্ত্রী। ভাইরাল সেই সব ছবি এই প্রতিবেদনে।

| Edited By: | Updated on: Dec 30, 2020 | 3:51 PM
মিস্টার ও মিসেস ধোনির সঙ্গে মিস্টার অ্যান্ড মিসেস চহাল।

মিস্টার ও মিসেস ধোনির সঙ্গে মিস্টার অ্যান্ড মিসেস চহাল।

1 / 5
নতুন জুটিকে শুভেচ্ছা মাহির।

নতুন জুটিকে শুভেচ্ছা মাহির।

2 / 5
প্রাক্তন অধিনায়কের বাধ্য সতীর্থ।

প্রাক্তন অধিনায়কের বাধ্য সতীর্থ।

3 / 5
হানিমুনে ফুরফুরে মেজাজে চহাল-ধনশ্রী।

হানিমুনে ফুরফুরে মেজাজে চহাল-ধনশ্রী।

4 / 5
বন্ধুদের সঙ্গেও চলছে দেদার আড্ডা। (ছবি-ধনশ্রী ও চহাল টুইটার)

বন্ধুদের সঙ্গেও চলছে দেদার আড্ডা। (ছবি-ধনশ্রী ও চহাল টুইটার)

5 / 5
Follow Us: