নবদম্পতিকে মাহির নিমন্ত্রণ
একসপ্তাহ আগে নতুন ইনিংস শুরু করেছেন ভারতীয় স্পিনার চহাল (Yuzvendra Chahal)। লাইফ পার্টনার ধনশ্রীকে নিয়ে মধুচন্দ্রিমায় ইউজি। দুবাইতে তাঁদের হানিমুনের মাঝেই মিস্টার অ্যান্ড মিসেস চহালকে ডিনার ট্রিট দিলেন ধোনি (MS Dhoni)। তারই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ভারতীয় স্পিনার ও তাঁর কোরিওগ্রাফার স্ত্রী। ভাইরাল সেই সব ছবি এই প্রতিবেদনে।
Most Read Stories