Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni: ধোনির ব্যাটিং পজিশনের সঙ্গে হাঁটুর যোগ? জোড়া ম্যাচ হেরে CSK কোচ ফ্লেমিং বললেন…

CSK, IPL 2025: রাজস্থানের কাছে যেদিন হারল ইয়েলোব্রিগেড, সেদিন মাহি নেমেছিলেন সাতে। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে চেন্নাই সুপার কিংসের হেড কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন, ধোনি কেন নীচের দিকে ব্যাটিংয়ে নামছেন।

MS Dhoni: ধোনির ব্যাটিং পজিশনের সঙ্গে হাঁটুর যোগ? জোড়া ম্যাচ হেরে CSK কোচ ফ্লেমিং বললেন...
ধোনির ব্যাটিং পজিশনের সঙ্গে হাঁটুর যোগ? জোড়া ম্যাচ হেরে CSK কোচ ফ্লেমিং বললেন...Image Credit source: IPL Website
Follow Us:
| Updated on: Mar 31, 2025 | 12:56 PM

কলকাতা: অন্যবারের মতো চলতি আইপিএলে (IPL) মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) নিয়ে চর্চা থামছে না। এ বার তাঁকে লোয়ার অর্ডারে ব্যাটিং করতে দেখা যাচ্ছে। কখনও তিনি নয়ে, তো কখনও তিনি সাতে নামছেন। আরসিবির কাছে যেদিন হারল সিএসকে, সেই ম্যাচে ধোনি নেমেছিলেন নয় নম্বরে। আর গুয়াহাটিতে রবিবার রাজস্থানের কাছে যেদিন হারল ইয়েলোব্রিগেড, সেদিন মাহি নেমেছিলেন সাতে। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে চেন্নাই সুপার কিংসের হেড কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন, ধোনি কেন নীচের দিকে ব্যাটিংয়ে নামছেন।

এ বারের আইপিএলে ধোনির ব্যাটিং অর্ডার অন্যতম চর্চিত বিষয়। ধোনিকে নিয়ে সিএসকে কোচ ফ্লেমিং বলেছেন, ‘সবই সময়ের বিষয়। ওর শরীর, হাঁটু আর তো আগের মতো নেই। ঠিকঠাক ও চলাফেরা করছে সেটা ঠিকই, কিন্তু পুরোদমে দশ ওভার ব্যাট করতে পারার মতো অবস্থা ওর নেই। তাই নিজের সেরাটা যেদিন ও দিতে পারবে, সেটা নিজেই ঠিক করবে। যদি এই ম্যাচের মতো লড়াই তুল্যমূল্য হয়, তা হলে ও একটু আগে ব্যাটিংয়ে নামতে পারে। পাশাপাশি দলের বাকিদেরও ও প্রমাণ করার সুযোগ দেয়। ফলে দলে ভারসাম্য বজায় থাকে।”

তবে শুধু যে দলের ভারসাম্য বজায় রাখার জন্য ৪৩ বছর বয়সী ধোনি টিমে রয়েছেন, তা নয়। টিমে তিনি থাকা কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে ফ্লেমিং বলেন, “গত বছরও আমি বলেছিলাম, নেতৃত্ব এবং উইকেটকিপিংয়ের দিক থেকে ও আমাদের কাছে মূল্যবান। ওকে নয়-দশ ওভারে ব্যাট করানো যাবে না। আসলে ধোনি নিজের কেরিয়ারে কখনওই তা করেননি। তাই, ১৩-১৪ ওভারে ধোনি ব্যাট হাতে নামতে পারে।”

এই খবরটিও পড়ুন

রবিবার, ধোনির ব্যাটিংয়ের সুযোগ আসে যখন বিজয় শঙ্কর ১২তম ওভারে আউট হন। ধোনি যখন ক্রিজে আসেন, সেই সময় ২৫ বলে ৫৪ রানের প্রয়োজন ছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি দলকে জেতাতে পারেননি। ১১ বলে ১৬ রান করে ফিরে যান ধোনি। এই নিয়ে পরপর ২টো ম্যাচ হারল সিএসকে। ইয়েলোব্রিগেডের পরের ম্যাচ ৫ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে।