MS Dhoni: হুবহু ধোনির মতো হেলিকপ্টার শট, দেখুন তো এই ক্রিকেটারকে চেনেন কিনা?
Watch Video: অনেক ক্রিকেটারই হেলিকপ্টার শট মারেন। কিন্তু কোথাও যেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র ধোনির মারা হেলিকপ্টার শট নিয়ে ক্রিকেট প্রেমীরা একটু বেশিই আলোচনা করেন। এ বার ধোনিকে এই শট দিয়ে টেক্কা দিতে তৈরি একজন। আইপিএলের মাঝে তাঁর ঝলক দেখা গেল। জানেন কে?
কলকাতা: হেলিকপ্টার শটের কথা উঠলেই ক্রিকেট প্রেমীদের মাথায় প্রথমেই আসে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নাম। অনেক ক্রিকেটারই হেলিকপ্টার শট মারেন। কিন্তু কোথাও যেন ধোনির মারা হেলিকপ্টার শট নিয়ে ক্রিকেট প্রেমীরা একটু বেশিই আলোচনা করেন। এ বার ধোনিকে এই শট দিয়ে টেক্কা দিতে তৈরি একজন। জানলে অবাক হবেন, সে এক খুদে। যে ধোনির মতো হেলিকপ্টার শট মেরে মাতিয়ে দিয়েছে। আইপিএলের (IPL) মাঝে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে দেখা গেল সেই মিষ্টি দৃশ্য। কে ঘটাল এমন কাণ্ড?
আফগানিস্তানের তারকা ক্রিকেটার মহম্মদ নবি মুম্বই ইন্ডিয়ান্সের সদস্য। তাঁর ছেলেই ধোনির মতো হেলিকপ্টার শট মেরেছেন। যা দেখে অনেকেই বলতে পারেন, ‘একেই বলে বাপ কা বেটা।’ মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়া সাইট X এ সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘নবির মারা ছয়। লাইক ফাদার, লাইক সন।’ সঙ্গে একটি হেলিকপ্টার ও একটি নীল হৃদয়ের ইমোজি। ভিডিয়োতে দেখা যায় মহম্মদ নবি বল করেন তাঁর ছেলেকে। আর খুদে নবি অনায়াসে সেই বলে হেলিকপ্টার শট মেরে তাক লাগিয়ে দিয়েছে। বাবার ডেলিভারি মারার পর খুদে নবি বলে ওঠে, ‘হেলিকপ্টার শট।’ ওই ভিডিয়োটিতে প্রচুর লাইক ও কমেন্ট পড়েছে।
𝗔𝗡𝗗𝗗𝗗𝗗 𝗧𝗛𝗔𝗧’𝗦 𝗔 𝗦𝗜𝗫𝗫𝗫 𝗕𝗬 𝗡𝗔𝗕𝗜! 🚁
Like father, like son 💙#MumbaiMeriJaan #MumbaiIndians | @MohammadNabi007 pic.twitter.com/iZiq30Vi04
— Mumbai Indians (@mipaltan) April 9, 2024
আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মহম্মদ নবি ছ’বার আইপিএলে খেলেছেন। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৯টি ম্যাচে খেলে ১৩টি উইকেট নিয়েছেন এবং ১৮০ রান করেছেন। এ বারের আইপিএলে তিনি একটি ম্যাচে খেলেছিলেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২ ওভার বল করে ১৭ রান দিয়েছিলেন। অবশ্য কোনও উইকেট পাননি। মুম্বই ইন্ডিয়ান্সের পরবর্তী ম্যাচ আগামিকাল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিরাট কোহলি, ফাফ ডু’প্লেসিদের বিরুদ্ধে মরসুমের দ্বিতীয় জয়ের খোঁজে নামবেন হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মারা।