MI, IPL 2024: দারুণ শট! মুম্বইয়ের নেটে সূর্যকুমার যাদবকে মুগ্ধ করলেন কে?

৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এ বার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এগোবে। নেটে এমআই শিবিরের ক্রিকেটাররা কোনও খামতি রাখছেন না। মুম্বই শিবিরে গত ম্যাচেই ফিরেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এ বার নেটে তিনি মুম্বইয়ের এক ব্যাটারের শট দেখে মুগ্ধ হয়েছেন। জানেন তিনি কে?

MI, IPL 2024: দারুণ শট! মুম্বইয়ের নেটে সূর্যকুমার যাদবকে মুগ্ধ করলেন কে?
MI, IPL 2024: দারুণ শট! মুম্বইয়ের নেটে সূর্যকুমার যাদবকে মুগ্ধ করলেন কে?Image Credit source: X
Follow Us:
| Updated on: Apr 10, 2024 | 5:06 PM

কলকাতা: টানা হার যে কোনও দলের ক্রিকেটারের মনোবল দুমড়ে মুচড়ে দেয়। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়ানোই আসল। এ বারের আইপিএলে পরপর ৩ ম্যাচ হেরেছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। শেষ মেষ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ওয়াংখেড়েতে গত ম্যাচ জিতেছিলেন রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারা। একটা জয় দলের মনোভাব বদলে দেয়। আর সেটাই স্বাভাবিক। ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এ বার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এগোবে। নেটে এমআই শিবিরের ক্রিকেটাররা কোনও খামতি রাখছেন না। মুম্বই শিবিরে গত ম্যাচেই ফিরেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এ বার নেটে তিনি মুম্বইয়ের এক ব্যাটারের শট দেখে মুগ্ধ হয়েছেন। জানেন তিনি কে?

কামব্যাক ম্যাচে সূর্যকুমার যাদব রান পাননি। কিন্তু তিনি টিমে ফেরায় মিডল অর্ডার শক্তিশালী হয়েছে। টি-২০ ক্রিকেটে সূর্যকুমার যাদব বিশ্বের এক নম্বর ব্যাটার। তিনি মিস্টার ৩৬০ ডিগ্রি নামেও পরিচিত। স্কাই মাঠে নামলে প্রতিপক্ষ টিমের ক্রিকেটারার চেষ্টা করেন পুরো মাঠে ছড়িয়ে ছিটিয়ে থাকতে। কারণ একটাই। তিনি যে কখন মাঠের কোন জায়গায় শট মারবেন, তা প্রতিপক্ষরাও বুঝে উঠতে পারেন না। এ বার সেই স্কাইকে নেটে চমকে দিলেন মুম্বই ইন্ডিয়ান্সের এক ক্রিকেটার।

মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়া সাইট X এ এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে চেয়ারে বসে স্টাই বলছেন, ‘শট ইয়ার!’ এক বার নয়। বেশ কয়েকবার সূর্যকুমার যাদব এ কথা বলেন। এরপর ওই ভিডিয়োতে দেখা যায়, নেটে ব্যাটিং করছেন ঈশান কিষাণ। প্রথমে তিনি থার্ড ম্যান অঞ্চলের দিকে সুইচ হিট মারেন। পরেরটিতে ফাইন লেগে পুল শট মারেন। দু’বারই ঈশানের ব্যাট থেকে বেশ জোরে আওয়াজ আসে। তাঁরই প্রশংসা করছিলেন স্কাই।

এ বারের আইপিএলে এখনও অবধি ৪ ম্যাচে খেলে মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে ১টি মাত্র ম্যাচ। ২ পয়েন্ট নিয়ে লিগ টেবলের আটে মুম্বই ইন্ডিয়ান্স। আগামিকাল আইপিএলের মঞ্চে মুখোমুখি রোহিত-বিরাট। আরসিবির অবস্থাও খারাপ। চলতি মরসুমে ৫ ম্যাচ খেলে কোহলির দল জিতেছে মাত্র ১টিতে।