IPL 2021: ডি’ককের চওড়া ব্যাটে ছন্দে ফিরল মুম্বই
চলতি আইপিএলে (IPL) প্রথম বার দুর্দান্ত ইনিংস উপহার ডি'ককের। দায়িত্বশীল ব্যাটিং করেই মূল্যবান জয় এনে দিলেন দলকে।
রাজস্থান রয়্যালস- ১৭১/৪ (২০ ওভার) মুম্বই ইন্ডিয়ান্স- ১৭২/৩ (১৮.৩ ওভার)
নয়াদিল্লি: টানা ২ ম্যাচ হারের পর ঘুরে দাঁড়াল মুম্বই (Mumbai Indians)। ৫ বারের চ্যাম্পিয়নরা শেষ ২টো ম্যাচ হারার পরই গেল গেল রব উঠেছিল। দিল্লি আর পঞ্জাবের কাছে হেরেছিলেন রোহিত শর্মারা। দুটো ম্যাচেই প্রথমে ব্যাটিং করে হারতে হয় মুম্বইকে। দিল্লির বিরুদ্ধে স্কোরবোর্ডে ওঠে ১৩৭ আর পঞ্জাবের বিরুদ্ধে ১৩১। ব্যাটসম্যানরা রান না পাওয়ায় স্কোরবোর্ডে বড় রান উঠছিল না মুম্বই ইন্ডিয়ান্সের। ৬ দিনের বিশ্রাম পেতেই অন্য মুম্বইকে দেখল ক্রিকেটপ্রেমীরা। ফর্মে ফিরলেন ওপেনার কুইন্টন ডি’কক। স্বমহিমায় ফিরল ৫ বারের চ্যাম্পিয়নরা।
All Over: @mipaltan begin their Delhi leg on a positive note with a comfortable 7-wicket win over #RR. @QuinnyDeKock69 scores an unbeaten 70 off 50 balls. https://t.co/jRroRFWVBm #MIvRR #VIVOIPL pic.twitter.com/cJmFH609FU
— IndianPremierLeague (@IPL) April 29, 2021
টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। জস বাটলার-যশস্বী জসওয়াল ওপেনিং জুটিতে ওঠে ৬৬ রান। ৩২ বলে ৪১ রানে আউট হন বাটলার। ৩২ রানে প্যাভিলিয়নে ফেরেন যশস্বী জসওয়াল। দুটো উইকেটই নেন রাহুল চাহার। ২৭ বলে ৪২ করেন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অধিনায়ক সঞ্জু স্যামসন। ৩৫ রানে আউট হন শিবম দুবে। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭১ রান তোলে রাজস্থান রয়্যালস। আইপিএলে এই নিয়ে টানা ৩ ম্যাচে প্রথমে ব্যাট করা দল ১৭১ রান তুলল। গতকাল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ব্যাট করে ১৭১ রান তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। গত পরশু দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৭১ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। গতকাল আর আজকের ম্যাচের স্থান এক, দিল্লির ফিরোজ শাহ কোটলা।
The @mipaltan camp exults after their all-round show against #RR that resulted in a 7-wicket victory. https://t.co/jRroRFWVBm #MIvRR #VIVOIPL pic.twitter.com/UnR2w4IE7N
— IndianPremierLeague (@IPL) April 29, 2021
রান তাড়া করতে নেমে শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় মুম্বই ইন্ডিয়ান্স। ব্যক্তিগত ১৪ রানে ক্রিস মরিসের বলে আউট হন হিটম্যান। ১৬ রানে সূর্যকুমার যাদবকে প্যাভিলিয়নে ফেরান মরিস। তবে ক্রুণাল পান্ডিয়াকে সঙ্গে করে স্কোরবোর্ডকে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় নিয়ে যান কুইন্টন ডি’কক। চলতি আইপিএলে প্রথম বার দুর্দান্ত ইনিংস উপহার ডি’ককের। ৫০ বলে ৭০ রানে অপরাজিত থাকলেন। ইনিংসে সাজানো ২টো ছয় আর ৬টা চার। দায়িত্বশীল ব্যাটিং করেই মূল্যবান জয় এনে দিলেন দলকে। ১৮.৩ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।
৬ ম্যাচে মুম্বইয়ের ঝুলিতে ৬ পয়েন্ট। অপরদিকে ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৭ নম্বরেই রইল রাজস্থান রয়্যালস। গত ম্যাচে জয়ে ফিরলেও ফের ধাক্কা খেলেন সঞ্জু স্যামসনরা।
সংক্ষিপ্ত স্কোর: রাজস্থান রয়্যালস ১৭১/৪(সঞ্জু স্যামসন ৪২, বাটলার ৪১, চাহার ২/৩৩), মুম্বই ইন্ডিয়ান্স ১৭২/৩(কুইন্টন ডি’কক ৭০ অপরাজিত, ক্রুণাল পান্ডিয়া ৩৯, মরিস ২/৩৩)। ৭ উইকেটে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স।