Syed Mustaq Ali T20: ভ্যাকসিনে ভয়! ক্রিকেট থেকে দূরে মুরলি বিজয়
বোর্ডেরএক কর্তা বলেন, 'এটা সম্পূর্ণ ওর সিদ্ধান্ত। ও ভ্যাকসিন নিয়ে দ্বিধায় রয়েছে। বোর্ডের এসওপি-তে বলাই আছে, ক্রিকেটারদের টিকাকরণ বাধ্যতামূলক। একই সঙ্গে ক্রিকেটারদেরও সম্পূর্ণ বাবলে থাকার নির্দেশ রয়েছে। কিন্তু বিজয় টিকা নিতে চাইছে না। তাই তামিলনাড়ুর নির্বাচকরা ওকে দলেই রাখে নি।'
চেন্নাই: ভ্যাকসিনে ভয়। আর তার জেরে বোর্ডের (BCCI) ঘরোয়া টু্র্নামেন্ট মুস্তাক আলি ট্রফিতে (Mustaq Ali Trophy) খেলতেই পারলেন না মুরলি বিজয় (Murali Vijay)। দলের থেকে অনেক দূরে তিনি। করোনা প্রতিষেধক নিতে চান না মুরলি বিজয়।
কোভিডবিধি মেনেই ঘরোয়া টুর্নামেন্ট মুস্তাক আলি ট্রফি শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বিসিসিআইয়ের সাফ নির্দেশ, ঘরোয়া টুর্নামেন্টে খেলতে হলে প্রত্যেককেই করোনা প্রতিষেধকের দুটো ডোজই নিতে হবে। সমস্ত রাজ্য সংস্থাগুলিকে সেই নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে বোর্ড। কিন্তু করোনা প্রতিষেধক নিতেই চান না মুরলি বিজয়। বোর্ডেরএক কর্তা বলেন, ‘এটা সম্পূর্ণ ওর সিদ্ধান্ত। ও ভ্যাকসিন নিয়ে দ্বিধায় রয়েছে। বোর্ডের এসওপি-তে বলাই আছে, ক্রিকেটারদের টিকাকরণ বাধ্যতামূলক। একই সঙ্গে ক্রিকেটারদেরও সম্পূর্ণ বাবলে থাকার নির্দেশ রয়েছে। কিন্তু বিজয় টিকা নিতে চাইছে না। তাই তামিলনাড়ুর নির্বাচকরা ওকে দলেই রাখে নি।’
দেশের হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন মুরলি বিজয়। টেস্টে ৩৯৮২ রান রয়েছে তাঁর। গত বছর চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে শেষ বার কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন ৩৭ বছরের এই ক্রিকেটার। এ বছরের আইপিএলও খেলেননি তিনি। ২০১৯ সালে তামিলনাড়ুর হয়ে শেষ বার রঞ্জি ট্রফিতে খেলেছিলেন। কর্ণাটকের বিরুদ্ধে ম্যাচ খেলার পর আর ঘরোয়া টুর্নামেন্ট খেলেননি। তবে এ বছরের শুরুতে চিদম্বরম স্টেডিয়ামে অনুশীলন করতে দেখা যায় বিজয়কে। কিন্তু কোভিডের বাড়বাড়ন্তের পরই নিজেকে গুটিয়ে নেন।
আরও পড়ুন: Mohammad Rizwan: দুবাইয়ের হাসাপাতালে রিজওয়ানের চিকিত্সা করেছিলেন ভারতীয় ডাক্তার