Musheer Khan: ভিডিয়ো: চিন্নাস্বামীতে ছোটে মিয়াঁর ব্যাটে ঝড়, সচিনের রেকর্ড ভেঙে ভারতীয় টিমে কড়া নাড়ছেন মুশির
Duleep Trophy 2024: এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুশির খানের ব্যাটে উঠেছে ঝড়। দলীপ ট্রফিতে অভিষেকে ১৮১ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়ে মুশির খান ভেঙেছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরের এক রেকর্ড।
কলকাতা: মাস্টার ব্লাস্টারের রেকর্ড ভেঙে দলীপ ট্রফিতে (Duleep Trophy 2024) অভিষেক রাঙিয়ে রাখলেন মুশির খান (Musheer Khan)। ইন্ডিয়া-বি টিমের হয়ে খেলতে নেমে ৩৭৩ বলে ১৮১ রানের বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছেন মুম্বইয়ের ছেলে। দলীপে অভিষেক টিনএজার হিসেবে ১৯৯১ সালে ১৫৯ রান করেছিলেন সচিন তেন্ডুলকর। ১৯ বছরের মুশির সেই রেকর্ড ভেঙে ফেলেছেন শুভমন গিলের ইন্ডিয়া-এ দলের বিরুদ্ধে। অভিমন্যু ঈশ্বরণের দলের হয়ে স্কোরবোর্ডে ৩২১ রান তোলার নেপথ্যে মুশিরের বড় অবদান রয়েছে।
প্রথম দিন তিনে নেমেছিলেন মুশির খান। দিন শেষ করেছিলেন ১০৫ নট আউট থেকে। দ্বিতীয় দিন জান লড়িয়ে খেললেন। ৩২৫ বলে ১৫০ রান পূরণ করেন মুশির। তাঁর সঙ্গী তখন ছিলেন নভদীপ সাইনি। ১৯ বছরের মুশির মাত্র ১৯ রানের জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়া করেছেন। ১১১ তম ওভারের দ্বিতীয় বলে কুলদীপ যাদবকে এক লম্বা ছক্কা হাঁকান মুশির। তারপরের বলে রান পাননি। ওভারের চতুর্থ বলে কুলদীপ অবশেষে ফেরান মুশিরকে।
এই খবরটিও পড়ুন
১৮১ রানের এই ইনিংসের পথে মুশিরের ব্যাটে এসেছে ১৬টি চার ও ৫টি ছয়। এই ইনিংসের সুবাদে ভারতীয় টিমে কড়া নাড়তে শুরু করে দিলেন তিনি। সামনেই ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। মুশিরের এই দুরন্ত ছন্দ দেখে নির্বাচকরা তাঁকে ওই টেস্ট সিরিজের জন্য বেছে নিলে অবাক হওয়ার থাকবে না। উল্লেখ্য, ৩২১ রানে অলআউট হয় ইন্ডিয়া-বি টিম। এ বার দেখার শুভমনের ইন্ডিয়া-এ টিম প্রথম ইনিংসে কেমন পারফর্ম করে।
A 6⃣ that hits the roof & then caught in the deep!
Kuldeep Yadav bounces back hard and a magnificent innings of 181(373) ends for Musheer Khan 👏#DuleepTrophy | @IDFCFIRSTBank
Follow the match ▶️ https://t.co/eQyu38Erb1 pic.twitter.com/OSJ2b6kmkk
— BCCI Domestic (@BCCIdomestic) September 6, 2024