রাহানের মাথায় এখন শুধু ইংল্যান্ড
দেশের মাঠেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সিংহদুয়ার খুলতে চায় ভারত।
চেন্নাই: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার হাতছানি। কিন্তু অঙ্ক অনেক। সেই অঙ্ক মাথায় নিয়েই কি রুটদের বিরুদ্ধে চিপক অভিযানে নামবে টিম ইন্ডিয়া? গোটা দেশের ক্রিকেটপ্রেমীরা যখন টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার স্বপ্নে মগ্ন, পারমুটেশন-কম্বিনেশন করতে ব্যস্ত, তখন রাহানেরা একেবারে অন্য মেরুতে। অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ার পর এখন ভারতের পাখির চোখ শুধুই মিশন ইংল্যান্ড। দূর ভাবনাতেও নেই জুন মাসের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
ব্রিসবেনে ইতিহাস গড়ার পর রাহানে এখন ভারতীয় ক্রিকেটের আলোচনায় হট কেক। টেস্টে ভারতীয় দলের সহ অধিনায়কের দাবি, “বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এখনও ৩-৪ মাস দেরি আছে। তাই আগাম ভাবতে রাজি নই। বরং ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই আমরা। এই মুহূর্তে আমাদের ফোকাসে শুধুই চেন্নাই টেস্ট। ইংল্যান্ড দারুণ দল। আমাদের ভাল ক্রিকেট খেলতে হবে। সিরিজের পর ভেবে দেখব, কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমরা।”
আরও পড়ুন:বড় শাস্তিতে বড় ম্যাচে নেই ফাউলার
ইতিমধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। দ্বিতীয় ফাইনালিস্ট হিসেবে দৌড়ে ভারত ছাড়াও ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। কিন্তু করোনার কারণে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ ভেস্তে যাওয়ায় এখন উজ্জ্বল সম্ভাবনা ইংল্যান্ডের সামনে। আর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার সম্ভাবনা ভেস্তে দিতে পারেন একমাত্র বিরাটরাই। তাই ঘরের মাঠে জিমি অ্যান্ডারসনদের বিরুদ্ধে এই টেস্ট সিরিজ হল, বিরাট ব্রিগেডের কাছে এক ঢিলে দুই পাখি মারার মত। এক, সিরিজ জিতলে অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ড বধ করে টেস্ট বিশ্বে ‘শক্তিমান’ হয়ে উঠবে ভারত। দুই, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রাস্তা আরও প্রশস্ত হবে।
আরও পড়ুন:শুভমের হাতে কোনওরকমে এক পয়েন্ট মহামেডানের
তাই ধীরে চলো নীতিতেই বিশ্বাসী এখন রবি শাস্ত্রীর থিঙ্ক ট্যাঙ্ক। দেশের মাঠেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সিংহদুয়ার খুলতে চায় ভারত।