Nazam Sethi, PCB : পাক ক্রিকেটে রাজনৈতিক বিবাদ, চেয়ারম্যানের দৌড় থেকে সরে দাঁড়ালেন নজম শেঠি!

Pakistan Cricket : গত ডিসেম্বর মাস থেকে অন্তর্বর্তীকালীন ম্যানেজমেন্ট কমিটির প্রধান ছিলেন নজম শেঠি। অনুমান করা হচ্ছিল, তিনিই পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান পদে থাকবেন।

Nazam Sethi, PCB : পাক ক্রিকেটে রাজনৈতিক বিবাদ, চেয়ারম্যানের দৌড় থেকে সরে দাঁড়ালেন নজম শেঠি!
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 20, 2023 | 10:52 AM

লাহোর: রামিজ রাজার পর নজম শেঠি। বারবার রাজনৈতিক ডামাডোলের শিকার হচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানরা। ইমরান খান গদিচ্যুত হওয়ার পর তাঁর প্রিয়পাত্র রামিজ রাজাকে বাইরের পথ দেখানো হয়েছিল। ফের একবার রাজনৈতিক কারণে সরে দাঁড়ালেন নজম শেঠি। গত ডিসেম্বর মাস থেকে পিসিবির একটি অন্তর্বর্তীকালীন ম্যানেজমেন্ট কমিটির প্রধান ছিলেন নজম শেঠি। সেই কমিটির মেয়াদ শেষ হচ্ছে ২১ জুন। অনুমান করা হচ্ছিল, মেয়াদ শেষেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান পদে বহাল থাকবেন শেঠি। পরে নিয়ম মেনে বোর্ডের চেয়ারম্যান পদে তাঁকেই নিযুক্ত করা হবে। কিন্তু আগেভাগেই পিসিবি চেয়ারম্যান হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ালেন তিনি। এশিয়া কাপ নিয়ে সমস্যার সমাধান হয়েছে সম্প্রতি। ভারত আদৌ ওডিআই বিশ্বকাপ খেলতে আসবে কি না তার নিশ্চয়তা নেই। এসবের মধ্যেই পাক ক্রিকেট বোর্ডকে বিদায় জানালেন নজম শেঠি। টুইট করে তাঁর সিদ্ধান্তের কথা জানিয়েছেন। জানিয়ে দিয়েছেন, কোনওরকম রাজনৈতিক কচকচানির মধ্যে থাকতে চান না বলেই তাঁর এই সিদ্ধান্ত।

কী লিখেছেন নজম শেঠি?

তাঁর টুইট বক্তব্য তর্জমা করলে দাঁড়ায়, “সবাইকে সালাম। আসিফ জারদারি ও শেহবাজ শেরিফের মধ্যে বিবাদের অংশ হতে চাই না। এমন অস্থিরতা ও অনিশ্চয়তা পিসিবির জন্য ভালো নয়। এই পরিস্থিতিতে আমি পিসিবির চেয়ারম্যান পদের দৌড় থেকে সরে দাঁড়ালাম। সকল স্টেকহোল্ডারদের শুভকামনা জানাই।” ২০২২ সালের ডিসেম্বর মাস থেকে পিসিবির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ছিলেন শেঠি। পাক বোর্ডের গভর্নিং বডি ‘BOG’ তাঁকে নিযুক্ত করেছিল। চলতি মাসের শুরুর দিকে পাকিস্তানের ফেডেরাল মন্ত্রী এহসান মাজারি বলেন, নজম শেঠিকে শুধুমাত্র চার মাসের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল যতদিন না চেয়ারম্যান পদের নির্বাচন হচ্ছে। এর পাশাপাশি ওই মন্ত্রী আগামী চেয়ারম্যানের নামও জানিয়ে দেন।

ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদে দুজন মনোনীত হতে চলেছেন। জাকা আশরাফ ও সুপ্রিম কোর্টের আইনজীবী মুস্তাফা রামদে। তবে এগিয়ে রয়েছেন আশরাফ। গত কয়েক সপ্তাহ ধরে আশরাফের ফেরা নিয়ে জল্পনা জোরদার হয়েছে। যেই হন, তাঁকে আগামী তিনবছর পর্যন্ত পদ সামলাকে হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী পিসিবি বোর্ড অব গভর্নর্স বেছে নেন। যাঁকে পরে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়।