England Cricket : বিবিসির রেডিও প্রেজেন্টার থেকে প্রাইমারি স্কুল টিচার, রইল ইংলিশ ব্রিগেডের ক্রিকেটারদের ওয়াগসদের হদিশ
England cricket Wags: টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা বিনোদন দেয় অ্যাসেজ। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে ঐতিহ্যবাহী অ্যাসেজ চলছে। ২২ গজে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দুই দলের। মাঠের বাইরে দুই দলের ক্রিকেটারদের ওয়াগসরা (স্ত্রী ও বান্ধবীদের বলা হয়) একে অপরকে টেক্কা দিচ্ছেন। ইংল্যান্ডের ক্রিকেটারদের স্ত্রী-বান্ধবীরা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সুন্দরী ওয়াগসরা থেকে পিছিয়ে নেই। ইংলিশ ব্রিগেডের ক্রিকেটারদের স্ত্রী-বান্ধবীরা কোন কোন পেশার সঙ্গে যুক্ত জানুন।
Most Read Stories