Hardik Pandya: ডিভোর্স করছেন? প্রশ্ন শুনে এক গাল হেসে হার্দিকের স্ত্রী নাতাশা বললেন…
Watch Video: ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝে এক হ্যান্ডসাম হাঙ্কের সঙ্গে নাতাশা স্তানকোভিচকে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁদের ছবি এবং ভিডিয়ো ভাইরাল হয়েছে। নেটদুনিয়ায় এ বার তা নিয়ে চলছে বিরাট আলোচনা।
কলকাতা: হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং নাতাশা স্তানকোভিচের (Natasha Stankovic) সম্পর্কের বাঁধন কি আলগা হয়েছে? ক্রিকেট ও বলিউডের মিশেলের এই দম্পতি কয়েকদিন ধরে লাইমলাইটে। তাঁদের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। কয়েকদিন আগে আইপিএল সফর শেষ হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। হার্দিক পান্ডিয়া এ বার মুম্বইয়ের ক্যাপ্টেন ছিলেন। তাঁর নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স এক্কেবারে মুখ থুবড়ে পড়েছিল ১৭তম আইপিএলে। হার্দিক পান্ডিয়াকে পুরো আইপিএল জুড়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। রোহিত শর্মার জায়গায় তাঁকে মুম্বই ক্যাপ্টেন বানানোর পর টিম সাফল্যও পায়নি। ফলে নানা বঞ্চনা সইতে হয়েছে হার্দিককে। এ বার ফের তিনি আলোচনায়। তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে এখন আলোচনা তুঙ্গে। এর মাঝে হার্দিকের স্ত্রী নাতাশার সামনে পাপারাৎজিরা প্রশ্ন ছুড়ে দেন, ডিভোর্স করছেন? উত্তরে সার্বিয়ান সুন্দরী যা বললেন, ভিডিয়ো ভাইরাল।
ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝে এক হ্যান্ডসাম হাঙ্কের সঙ্গে নাতাশা স্তানকোভিচকে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁদের ছবি এবং ভিডিয়ো ভাইরাল হয়েছে। নেটদুনিয়া মারফত জানা গিয়েছে, ওই হ্যান্ডসাম হাঙ্কের নাম অ্যালেকজান্ডার অ্যালেক্স। সম্ভবত নাতাশা ও তিনি একসঙ্গে কফি খেতে গিয়েছিলেন। কারণ ভাইরাল ভিডিয়োতে নাতাশার হাতে কপি কাপ দেখা গিয়েছে। পাপারাৎজিদের অনুরোধে তাঁরা একসঙ্গে পোজ দেন ছবির জন্য। এরপরই নাতাশাকে এক পাপারাৎজি প্রশ্ন করেন, ‘নাতাশা আপনার ডিভোর্সের গুঞ্জন নিয়ে আপনি কি কিছু বলবেন?’ তিনি সেই প্রশ্নের উত্তর কিছু আলাদা করে দেননি। হাসতে হাসতে বলেন, ‘অনেক ধন্যবাদ।’ এরপরই এগিয়ে যান গাড়িতে ওঠার জন্য। যা থেকে পরিষ্কার এই মুহূর্তে নাতাশা এই বিষয়ে মুখ খুলতে চান না।
View this post on Instagram
এ বার প্রশ্ন হল, নাতাশার সঙ্গে থাকা হ্যান্ডসাম হাঙ্ক কে? অ্যালেকজান্ডার অ্যালেক্স। তিনি আসলে এক সার্বিয়ান মডেল। এবং ফিটনেস ট্রেনার। নাতাশার পূর্ব পরিচিত অ্যালেকজান্ডার অ্যালেক্স। তাঁর ইন্সটাগ্রামে ঢুঁ মারলে হার্দিকের স্ত্রী নাতাশার সঙ্গে একাধিক ছবি দেখা যাবে। অ্যালেকজান্ডার অ্যালেক্সের সঙ্গে আবার বলিউড তারকা দিশা পাটানির প্রেমের গুঞ্জনও শোনা যায়। উল্লেখ্য, অ্যালেকজান্ডার অ্যালেক্স এর আগে হার্দিক ও নাতাশার বিয়ের অনুষ্ঠানেও হাজির ছিলেন। ফলে তিনি হার্দিকেরও পরিচিত।