Viral Kohli: পাক বধের পর সোশ্যাল মিডিয়া বিরাটময়, কোহলিকে নিয়ে উচ্ছ্বসিত নেটিজেনরা

T20 World Cup: মেলবোর্নে অনবদ্য ব্যাটিং বুঝিয়ে দিয়েছে, কোহলি এখনও শেষ হয়ে যাননি। দীর্ঘ দিন পর ম্যাচ জেতানো ইনিংস দেখে ফের বিরাটবিক্রম নিয়ে উচ্ছ্বসিত তাঁর ভক্তকূল।

Viral Kohli: পাক বধের পর সোশ্যাল মিডিয়া বিরাটময়, কোহলিকে নিয়ে উচ্ছ্বসিত নেটিজেনরা
মেলবোর্নে পাক বধের পর বিরাট কোহলি
Follow Us:
| Edited By: | Updated on: Oct 23, 2022 | 7:19 PM

মেলবোর্ন: টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১৬০ রান তাড়া করতে নেমে পর পর উইকেট হারায় ভারত। মেলবোর্নে ৩১ রানে ৪ উইকেট হারিয়ে রীতিমতো চাপে ছিল মেন ইন ব্লুজরা। বিরাট কোহলি ক্রিজে থাকলেও একটু একটু করে হাতের বাইরে চলে যাচ্ছিল ম্য়াচ। হার্দিককে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন বিরাট। শেষ তিন ওভারে যখন ৪৮ রান বাকি, তখন ভারতের অনেক সমর্থকই ভেবেছিলেন দীপাবলির আগে পাকবধের আনন্দে মেতে ওঠা যাবে না। কিন্তু সেখান থেকে বিরাট কোহলি ‘সুপারম্যান’-এর ঢঙে ম্যাচ বের করেন। মেলবোর্নে অনবদ্য ব্যাটিং বুঝিয়ে দিয়েছে, কোহলি এখনও শেষ হয়ে যাননি। দীর্ঘ দিন পর ম্যাচ জেতানো ইনিংস দেখে ফের বিরাটবিক্রম নিয়ে উচ্ছ্বসিত তাঁর ভক্তকূল। টুইটার খুললেই মিলছে তার প্রমাণ। খেলা শেষের আগে থেকেই টুইটারে ট্রেন্ডিং তালিকায় উঠে এসেছিলেন কোহলি। ক্রীড়াব্যক্তিত্ব থেকে ক্রীড়াপ্রশাসক। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে নেটিজেনরা। বিরাটকে প্রশংসায় ভরিয়ে একের পর এক টুইট করেছেন তাঁরা। সেই টুইট তুলে ধরল TV9 Bangla।

বিসিসিআই সেক্রেটারি জয় শাহ ভারতের জয় নিয়ে টুইটের পাশাপাশি প্রশংসায় ভরিয়েছেন বিরাটকে। তিনি লিখেছেন, “চেজ মাস্টার বিরাট কোহলি ফিরে এসেছে।”

রবিন উত্থাপা, হরভজন সিং, যুবরাজ সিংয়ের মতো বিরাটের প্রাক্তন সতীর্থরাও তাঁর এই ইনিংস দেখে মুগ্ধ।

বিরাচট কোহলির প্রশংসা করেছেন সচিন তেন্ডুলকরও।

বিদেশের প্রাক্তন এবং বর্তমান খেলোয়াড়রাও কোহলির প্রশংসায় পঞ্চমুখ।