T20 World Cup 2022, IND vs PAK: শুধু বিরাটেরই নয়, ভারতের অন্যতম সেরা ইনিংস…
Rohit Sharma-Babar Azam: চাপের মুখে এমন একটা ইনিংস, বিরাটই কি পার্থক্য গড়ে দিলেন? বিরাটকে নিয়ে বেশ কয়েকটি প্রশ্নের জবাব দিয়ে বাবরের পরিষ্কার জবাব, 'এর জন্যই ওর নাম বিরাট কোহলি।'
সঙ্ঘমিত্রা চক্রবর্তী
যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ। বিরাট কোহলি (Virat Kohli) সম্পর্কে ভারতীয়দের প্রত্যাশাও তাই। লক্ষ্য ছিল ১৬০। মেলবোর্নের মাঠ কিংবা পরিস্থিতি অনুযায়ী অনেক বড় লক্ষ্য। তার মধ্যে প্রথম ১০ ওভারের মধ্যে ভারতের স্কোর ৪৫-৪। তবুও হাল ছাড়েনি ভারত। সকলের ভরসা ছিল এখান থেকেও জেতা সম্ভব। কারণ, বিরাট কোহলি বলে একজন ব্যাটার রয়েছে। কয়েক মাস আগেও চিত্রটা এমন ছিল না। ফর্ম খুঁজে বেড়াচ্ছিলেন বিরাট। সমালোচনায় বিদ্ধ হচ্ছিলেন। বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে অধিনায়ক রোহিত শর্মাকেও (Rohit Sharma)। প্রতিবারই বিরাটের পাশে দাঁড়িয়েছেন অধিনায়ক রোহিত। বিরাটের মানের প্লেয়ার যে কোনও দিন ফর্মে ফিরবেন, এমনটাই দাবি করে আসছিলেন রোহিত। এশিয়া কাপ থেকে সেটাই করে দেখাচ্ছেন চেজ মাস্টার বিরাট কোহলি। ভরা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৫৩ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস, হার্দিকের সঙ্গে শতরানের জুটি ভারতের জয়ে বিরাট ভূমিকা কোহলিরই। মেলবোর্নে বিরাট ভারতকে জেতানোর পরই, মাঠের মাঝে এলেন অধিনায়ক রোহিত। জড়িয়ে ধরলেন কোহলিকে। তাঁর মুখ দেখেই পরিস্কার, কতটা স্বস্তি পেলেন রোহিত। বিরাটকে যেভাবে আলিঙ্গন করলেন রোহিত, সেই ছবিটাই বুঝিয়ে দিল, হিটম্যান কোহলির ওপর যে আস্থা রেখেছিলেন তা বিফলে যায়নি। সাংবাদিক সম্মেলনে প্রথমেই বিরাটকে নিয়ে প্রশ্ন। ঠিক একই ভাবে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের কাছেও এক ঝাঁক প্রশ্ন এল বিরাট কোহলিকে নিয়েই। দুটি ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে উপস্থিত TV9Bangla।
দলের জয় এবং বিরাটের ইনিংস। অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘বিরাট কোহলির প্রতি এমনই প্রত্যাশা থাকে। অনেক ম্যাচে ৩০-৪০ রানের গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেললেও ওকে গুরুত্ব দেওয়া হয় না। ও বিরতি কাটিয়ে যে ভাবে এশিয়া কাপে ফিরল, এবং সেখান থেকে বিশ্বকাপ অবধি পারফরম্যান্স। আজকের ম্যাচে অনবদ্য একটা ইনিংস। বিশ্ব ক্রিকেটে রান তাড়া করার ক্ষেত্রে অন্যতম সেরা বিরাট কোহলি।’ দীর্ঘদিন একসঙ্গে খেলছেন বিরাট-রোহিত। একটা সময় বিরাটের নেতৃত্বে খেলেছেন রোহিত। এখন রোহিতের নেতৃত্বে বিরাট কোহলি। পরস্পরকে খুব ভালো বোঝেন, চেনেন। পরিস্থিতির নিরিখে এটাই কি বিরাট কোহলির সেরা ইনিংস? রোহিত গর্বের সঙ্গে বললেন, ‘শুধু বিরাটেরই নয়, আমি বলব, পরিস্থিতি অনুযায়ী ভারতের সেরা ইনিংস। ১৩ ওভার অবধিও আমরা ম্যাচে অনেক পিছিয়ে ছিলাম। চাপের মুখে বিরাটের ইনিংস। হার্দিকের কথাও বলতে হবে। ওদের এই শতরানের জুটিই পার্থক্য গড়ে দেয়।’
ভারতীয় ইনিংস শুরুতেই নড়বড়ে। পরবর্তী ১০ ওভারে চাই ১১৫ রান। এরপরও কি ভারতীয় শিবির কিংবা রোহিতের আশা ছিল জেতার? এই প্রশ্নের উত্তর দিতে খুব বেশি ভাবতে হল না রোহিতকে। জানালেন, ‘মিডল অর্ডারে বিরাট-হার্দিকের মতো ব্যাটার থাকতে, প্রত্যাশা তো থাকেই। আমরা সব সময়ই বিশ্বাস করেছি, ওরা ম্যাচ বের করে দেবে। পাকিস্তানের বোলিং আক্রমণের বিরুদ্ধে কাজটা একেবারেই সহজ ছিল না। আমার দেখা অন্যতম সেরা জুটি হার্দিক-বিরাটের। আমরা জানতাম, স্পিনারের একটা ওভার বাকি রয়েছে। নওয়াজ এশিয়া কাপেও আমাদের বিরুদ্ধে শেষ ওভারে বোলিং করেছিল। শেষ ওভারে স্পিনারের পক্ষে রান আটকানো সহজ নয়।’
নওয়াজকে শেষ ওভারে বোলিং করা নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়েন পাকিস্তান অধিনায়ক বাবর আজমও। তবে আরও বেশি প্রশ্ন সামলাতে হল বিরাট কোহলিকে নিয়ে। বিরাটের ইনিংস নিয়ে বাবরের কী মূল্যায়ণ? চাপের মুখে এমন একটা ইনিংস, বিরাটই কি পার্থক্য গড়ে দিলেন? বিরাটকে নিয়ে বেশ কয়েকটি প্রশ্নের জবাব দিয়ে বাবরের পরিষ্কার জবাব, ‘এর জন্যই ওর নাম বিরাট কোহলি।’