ICC World Cup 2023: ধরমশালায় দলাই লামার সঙ্গে সাক্ষাৎ কিউয়িদের, কোহলি গেলেন তপোবন আশ্রমে
ভারতের একাধিক ক্রিকেট স্টেডিয়াম বিদেশি ক্রিকেটারদের বিশেষ পছন্দের। তার মধ্যে ধরমশালা স্টেডিয়াম একটু বাড়তি গুরুত্ব পায়। নৈস্বর্গিক সৌন্দর্যের জন্য। দেশ-বিদেশের ক্রিকেটারদের ধরমশালায় নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশ বিশেষ পছন্দের। যে কারণে ধরমশালায় ম্যাচ থাকলেই যে কোনও দেশের ক্রিকেটাররা সুযোগ পেলেই ভ্রমণে বেরিয়ে পড়েন।
ধরমশালা: ভারতের একাধিক ক্রিকেট স্টেডিয়াম বিদেশি ক্রিকেটারদের বিশেষ পছন্দের। তার মধ্যে ধরমশালা স্টেডিয়াম একটু বাড়তি গুরুত্ব পায়। নৈস্বর্গিক সৌন্দর্যের জন্য। দেশ-বিদেশের ক্রিকেটারদের ধরমশালায় নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশ বিশেষ পছন্দের। যে কারণে ধরমশালায় ম্যাচ থাকলেই যে কোনও দেশের ক্রিকেটাররা সুযোগ পেলেই ভ্রমণে বেরিয়ে পড়েন। রোহিতদের ধরমশালায় কিউয়িদের বিরুদ্ধে রবিবার ম্যাচ ছিল। সাধারণত ম্যাচ হয়ে গেলে ক্রিকেটাররা পরের ভেনুতে চলে যান। কিন্তু ধরমশালার টান কাটাতে পারেন না অনেক ক্রিকেটারই। বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) ভারতের পরবর্তী ম্যাচ আগামী রবিবার। তাই এখন দিন দু’য়েকের ছুটি পেয়েছেন ভারতের ক্রিকেটাররা। এই সুযোগে বিরাট কোহলি (Virat Kohli) গেলেন ধরমশালায় চিন্ময় তপোবন আশ্রমে। অন্যদিকে ধরমশালায় তিব্বতী ধর্মগুরু দলাই লামার সঙ্গে দেখা করেছেন কিউয়ি ক্রিকেটাররা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে ভারত। এ বার দিন দু’য়েকের ছুটি ভারতের ক্রিকেটারদের। কিউয়িদের হারানোর পর ধরমশালায় চিন্ময়ী তপোবন আশ্রমে গেলেন বিরাট কোহলি। সুযোগ পেলেই আধ্যাত্মিক স্থানে যান কোহলি। এ বারও সেই সুযোগ হাতছাড়া করলেন না।
Virat Kohli at the Chinmaya Tapovan Ashram in Dharamshala. pic.twitter.com/dr3ROhfzXZ
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 24, 2023
অন্যদিকে আজ, মঙ্গলবার নিউজিল্যান্ড টিমের ক্রিকেটাররা পৌঁছে গিয়েছিলেন তিব্বতী ধর্মগুরু দলাই লামার কাছে। ধরমশালার ম্যাকলিওড গঞ্জে দলাই লামার বাড়িতে কিউয়ি ক্রিকেটারদের যাওয়ার ভিডিয়ো শেয়ার করেছে সংবাদ সংস্থা এএনআই। আসন্ন ম্যাচের আগে কেন উইলিয়ামসন-ট্রেন্ট বোল্টরা আশীর্বাদ নিয়েছেন দলাই লামার কাছে।
#WATCH | Himachal Pradesh | New Zealand Cricket Team arrives at the residence of Tibetan spiritual leader Dalai Lama in McLeod Ganj to meet him. pic.twitter.com/FWucnpHmbP
— ANI (@ANI) October 24, 2023
Dalai Lama with New Zealand players in Dharamshala. pic.twitter.com/n9DU84IaKs
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 24, 2023