করোনা জটে এ বার নিউজিল্যান্ডের ক্রিকেটাররা
আইপিএলের (IPL) পর নিজেদের দেশে ফিরবেন না কেন উইলিয়ামসনরা।
কলকাতা: ১৮ই জুন সাউদাম্পটনে হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC final)। বর্তমানে আইপিএলে (IPL) খেলছেন ভারত ও নিউজিল্যান্ডের (New Zealand) অনেক ক্রিকেটার। করোনার (Corona) কারণে আইপিএলের পর নিউজিল্যান্ডের ক্রিকেটাররা দেশে ফিরবেন না। আইপিএল টুর্নামেন্ট শেষ হবে ৩০মে। তারপর ক্রিকেটাররা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ইংল্যান্ডের (England) উদ্দেশ্যে রওনা দেবেন। আইপিএলে নিউল্যান্ডের ১০ জন ক্রিকেটার খেলছেন। কিন্তু আইপিএলের পর নিজেদের দেশে ফিরবেন না কেন উইলিয়ামসনরা। বরং বিরাটদের (Virat Kohli) সঙ্গেই ইংল্যান্ডে উড়ে যাবেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। এমনটাই জানিয়েছেন, নিউজিল্যান্ডের প্লেয়ার্স অ্যাসোশিয়েসনের চিফ এক্সিকিউটিভ হিথ মিলস।
ইংল্যান্ডে পৌঁছে দু সপ্তাহের কোয়ারান্টিন কাটাতে হবে ফাইনাল খেলতে যাওয়া ক্রিকেটারদের। মিলস বলেছেন, “নিউজিল্যান্ডের ক্রিকেটাররা আইপিএলের পর দেশে ফিরলে, ভালো করে বাড়িতে সময় কাটাতে পারবে না। কারণ দেশে ফিরেই তাঁদের দু সপ্তাহের কোয়ারান্টিন কাটাতে হবে। তারপরই ইংল্যান্ডে যেতে হবে। তাই রবিন রাউন্ড শেষ হওয়া বা ফাইনাল সিরিজের আগে পর্যন্ত নিউজিল্যান্ডের ক্রিকেটারদের ভারতে থাকাই শ্রেয়।”
আরও পড়ুন: রোহিত, মর্গ্যানদের টপকে আইসিসির প্রথম দশে মহম্মদ রিজওয়ান
করোনার জন্য আইপিএলের মাঝপথেই অস্ট্রেলিয়ায় ফিরে গেছে তিন ক্রিকেটার। কিন্তু নিউজিল্যান্ডের ক্রিকেটাররা করোনার কারণে উদ্বেগে থাকলেও দেশে ফেরার কথা তাঁদের বোর্ডকে জানায়নি। এমনটাই বলেছেন মিলস। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন ও মিচেল সান্টনারসহ মোট ১০ জন ক্রিকেটার খেলছেন আইপিএলে। বায়ো বাবলে থাকার ফলে সকল ক্রিকেটাররা সুরক্ষিতই রয়েছেন। নিউজিল্যান্ডের বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নিয়মিত বিসিসিআই, আইসিসির সঙ্গে তাদের দেশের ক্রিকেটারদের স্বাস্থ্যের ব্যাপারে যোগাযোগ রেখে চলেছে।