রোহিত, মর্গ্যানদের টপকে আইসিসির প্রথম দশে মহম্মদ রিজওয়ান

আইসিসির তরফে বুধবার প্রকাশিত হল টি-২০ র‌্যাঙ্কিং (ICC T20 Ranking)। সদ্য শেষ হওয়া টি-২০ সিরিজে জিম্বাবোয়েকে ২-১ হারিয়েছে পাকিস্তান। আর সেই জয়ের পরই আইসিসির প্রথম দশে ঢুকে পড়লেন ২৮ বছর বয়সী পাক উইকেটকিপার-ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। পাকিস্তান বনাম জিম্বাবোয়ে টি-২০ সিরিজের পর, রিজওয়ান ইংল্যান্ডের অধিনায়ক ইওন মর্গ্যান ও ভারতের রোহিত শর্মাকে টপকে প্রথম দশে জায়গা করে নিয়েছেন। ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) ৫ নম্বরেই রয়েছেন। এ ছাড়া প্রথম দশে দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে রয়েছেন লোকেশ রাহুল (৭ নম্বরে, পয়েন্ট ৭৪৩)।

| Updated on: Apr 28, 2021 | 6:26 PM
পাকিস্তানের তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান আইসিসির টি-২০ র‌্যাঙ্কিংয়ে পাঁচধাপ এগিয়ে, ১০ নম্বরে উঠে এসেছেন। তাঁর প্রাপ্ত পয়েন্ট ৬৪০।

পাকিস্তানের তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান আইসিসির টি-২০ র‌্যাঙ্কিংয়ে পাঁচধাপ এগিয়ে, ১০ নম্বরে উঠে এসেছেন। তাঁর প্রাপ্ত পয়েন্ট ৬৪০।

1 / 5
আইসিসির টি-২০ র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের ডেভিড মালান (Dawid Malan)। তাঁর অর্জিত পয়েন্ট ৮৯২।

আইসিসির টি-২০ র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের ডেভিড মালান (Dawid Malan)। তাঁর অর্জিত পয়েন্ট ৮৯২।

2 / 5
ভারত অধিনায়ক বিরাট কোহলি ৭৬২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরেই রয়েছেন।

ভারত অধিনায়ক বিরাট কোহলি ৭৬২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরেই রয়েছেন।

3 / 5
দক্ষিণ আফ্রিকার তাবরেজ সামসি (Tabraiz Shamsi) আইসিসির টি-২০ বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন।

দক্ষিণ আফ্রিকার তাবরেজ সামসি (Tabraiz Shamsi) আইসিসির টি-২০ বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন।

4 / 5
আইিসিসির টি-২০ অল রাউন্ডারের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছেন আফগানিস্তানের মহম্মদ নবি (Mohammad Nabi)।

আইিসিসির টি-২০ অল রাউন্ডারের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছেন আফগানিস্তানের মহম্মদ নবি (Mohammad Nabi)।

5 / 5
Follow Us: