CSK vs SRH, IPL 2021 Match 23 Result: টানা ৫ ম্যাচে অপরাজিত ধোনির চেন্নাই

| Updated on: Apr 28, 2021 | 11:05 PM

CSK vs SRH Live Score: চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) বনাম সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

CSK vs SRH, IPL 2021 Match 23 Result: টানা ৫ ম্যাচে অপরাজিত ধোনির চেন্নাই
চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) বনাম সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএলের (IPL) ম্যাচে আজ মুখোমুখি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে সানরাইজার্স হায়দরাবাদ তুলেছে ১৭১ রান। হারদরাবাদের হয়ে সর্বোচ্চ রান করেছেন মনীশ পাণ্ডে ৬১। অধিনায়ক ডেভিড ওয়ার্নার করেছেন ৫৭। ধোনিদের টার্গেট ছিল ১৭২। ৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল চেন্নাই সুপার কিংস। ৭ উইকেটে জয়ী চেন্নাই। ঋতুরাজ গায়কোয়াড ৭৫ রানের দুরন্ত ইনিংস খেলেন। ফাফ দু প্লেসি ৫৬ রান করেন। এই নিয়ে টানা ৫ ম্যাচে অপরাজিত চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে জয়ের পর ফের পয়েন্ট টেবলের এক নম্বরে উঠে গেল ধোনিব্রিগেড।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 28 Apr 2021 10:57 PM (IST)

    ৭ উইকেটে জয়ী চেন্নাই

    ৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল চেন্নাই সুপার কিংস।

  • 28 Apr 2021 10:48 PM (IST)

    বাকি মাত্র ৩ ওভার

    জয়ের জন্য সিএসকের প্রয়োজন ১৪ রান

  • 28 Apr 2021 10:46 PM (IST)

    ফাফ দু প্লেসি ফিরলেন সাজঘরে

    ৫৬ রান করে আউট হলেন ফাফ দু প্লেসি। মইনের পর দু প্লেসিকে ফেরালেন রশিদ খান।

  • 28 Apr 2021 10:46 PM (IST)

    মইন আলি আউট

    রশিদ খান নিলেন মইন আলির উইকেট। ১৫ রান করে মাঠ ছাড়লেন মইন

  • 28 Apr 2021 10:40 PM (IST)

    ১৫ ওভারে চেন্নাই ১৪৮/৩

    বাকি ৫ ওভার। জয়ের জন্য প্রয়োজন ২৪ রান।

  • 28 Apr 2021 10:25 PM (IST)

    রশিদ ফেরালেন ঋতুরাজকে

    ৭৫ রানের দুরন্ত ইনিংস খেলে মাঠ ছাড়লেন ঋতুরাজ গায়কোয়াড

  • 28 Apr 2021 10:20 PM (IST)

    ঋতুরাজের হাফ সেঞ্চুরি

    কেরিয়ারের পঞ্চম অর্ধশতরান ঋতুরাজ গায়কোয়াডের

  • 28 Apr 2021 10:15 PM (IST)

    দু প্লেসির হাফ সেঞ্চুরি

    ৩২ বলে অর্ধশতরান পূর্ণ চেন্নাই ওপেনার ফাফ দু প্লেসির।

  • 28 Apr 2021 10:11 PM (IST)

    ১০ ওভারে সিএসকে ৯১/০

    উইকেটের খোঁজে হায়দরাবাদ।

  • 28 Apr 2021 09:54 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে চেন্নাই তুলেছে ৫০ রান

  • 28 Apr 2021 09:52 PM (IST)

    চেন্নাইয়ের ৫০ রান

    ৫.৫ ওভারে চেন্নাইয়ের দলগত ৫০ রান পূর্ণ।

  • 28 Apr 2021 09:48 PM (IST)

    ৫ ওভারে সিএসকে ৪৩/০

    ভালো শুরু চেন্নাইয়ের।

  • 28 Apr 2021 09:29 PM (IST)

    চেন্নাইয়ের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন ঋতুরাজ গায়কোয়াড ও ফাফ দু প্লেসি।

  • 28 Apr 2021 09:09 PM (IST)

    ধোনিদের টার্গেট ১৭২

    নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে সানরাইজার্স হায়দরাবাদ তুলেছে ১৭১ রান।

  • 28 Apr 2021 08:59 PM (IST)

    পাণ্ডের উইকেট হারাল হায়দরাবাদ

    ফাফ দু প্লেসি ক্যাচ নিলেন মনীশ পাণ্ডের। ৬১ রান করে মাঠ ছাড়লেন মনীশ

  • 28 Apr 2021 08:55 PM (IST)

    ওয়ার্নার আউট

    ৫৭ রান করে মাঠ ছাড়লেন ডেভিড ওয়ার্নার

  • 28 Apr 2021 08:52 PM (IST)

    বাকি মাত্র ৩ ওভার

    ক্রিজে মনীশ-ডেভিড। হায়দরাবাদের স্কোর ১ উইকেটে ১২৭

  • 28 Apr 2021 08:50 PM (IST)

    শতরানের পার্টনারশিপ

    ডেভিড ওয়ার্নার ও মনীশ পাণ্ডের শতরানের পার্টনারশিপ পূর্ণ

  • 28 Apr 2021 08:46 PM (IST)

    ওয়ার্নারের হাফ সেঞ্চুরি

    ১৫.৫ ওভারে ডেভিড ওয়ার্নারের হাফ সেঞ্চুরি পূর্ণ। আইপিএল কেরিয়ারের ৫০তম অর্ধশতরান অরেঞ্জ আর্মির ক্যাপ্টেনের

  • 28 Apr 2021 08:44 PM (IST)

    ১৫ ওভারে হায়দরাবাদ ১১৩/১

    হাফ সেঞ্চুরির কাছে ওয়ার্নার। ৪৮ রানে ব্যাট করছেন হায়দরাবাদের ক্যাপ্টেন।

  • 28 Apr 2021 08:38 PM (IST)

    মনীশ পাণ্ডের হাফ সেঞ্চুরি

    ৩৫ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন মনীশ পাণ্ডে।

  • 28 Apr 2021 08:35 PM (IST)

    শতরান হায়দরাবাদের

    ১৩.৪ ওভারে হায়দরাবাদ দলগত শতরান পূর্ণ করল

  • 28 Apr 2021 08:18 PM (IST)

    ১০ ওভারে অরেঞ্জ আর্মির স্কোর ৬৯/১

    সতর্ক হয়ে খেলছেন হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ২৯ রানে ব্যাটিং করছেন ওয়ার্নার। মনীশ পাণ্ডেও রয়েছেন ২৯ রানে

  • 28 Apr 2021 08:09 PM (IST)

    হায়দরাবাদের ৫০ রান

    ৭.১ ওভারে অরেঞ্জ আর্মির দলগত ৫০ রান পূর্ণ

  • 28 Apr 2021 07:59 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়েছে অরেঞ্জ আর্মি। ক্রিজে ডেভিড ওয়ার্নার ও মনীশ পাণ্ডে।

  • 28 Apr 2021 07:55 PM (IST)

    ৫ ওভারে হায়দরাবাদ ৩২/১

    প্রথম ৫ ওভারে এক উইকেট হারিয়ে হায়দরাবাদ তুলেছে ৩২ রান।

  • 28 Apr 2021 07:48 PM (IST)

    বেয়ারস্টোর উইকেট হারাল হায়দরাবাদ

    স্যাম কারানের বলে আউট হলেন জনি বেয়ারস্টো। ৭ রান করে সাজঘরে ফিরলেন হায়দরাবাদের ওপেনার।

  • 28 Apr 2021 07:31 PM (IST)

    অরেঞ্জ আর্মির ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো

  • 28 Apr 2021 07:12 PM (IST)

    সিএসকের প্রথম একাদশ

    চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটকিপার), ঋতুরাজ গায়কোয়াড, ফাফ দু প্লেসি, মইন আলি, লুনগি এনগিডি, সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, রবীন্দ্র জাডেজা, স্যাম কারান, শার্দূল ঠাকুর, দীপক চাহার।

  • 28 Apr 2021 07:11 PM (IST)

    হায়দরাবাদের প্রথম একাদশ

    সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), কেন উইলিয়ামসন, জনি বেয়ারস্টো, মনীশ পাণ্ডে, কেদার যাদব, বিজয় শংকর, সন্দীপ শর্মা, রশিদ খান, জে সুচিথ, সিদ্ধার্থ কৌল, খালিল আহমেদ।

  • 28 Apr 2021 07:05 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল হায়দরাবাদ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ডেভিড ওয়ার্নারের।

  • 28 Apr 2021 06:50 PM (IST)

    আজ দিল্লিতে চেন্নাই বনাম হায়দরাবাদ

    আজ আইপিএলের ২৩তম ম্যাচ। কিন্তু দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএলের প্রথম ম্যাচ। হাজির দুই দল।

Published On - Apr 28,2021 11:04 PM

Follow Us: