Ravi Shastri: বই প্রকাশ অনুষ্ঠানে গিয়ে অনুশোচনা নেই শাস্ত্রীর

সেই প্রসঙ্গে রবি শাস্ত্রী বলেন, 'আমার কোনও অনুশোচনা নেই। ওই অনুষ্ঠানে গিয়ে অসাধারণ মানুষদের সঙ্গে দেখা হয়েছে আমার। ঘরে বন্দি থাকার চেয়ে বাইরে গিয়ে অন্য ধরণের মানুষের সঙ্গে মেলামেশা করাও টিমের ছেলেদের জন্যও ভালো।'

Ravi Shastri: বই প্রকাশ অনুষ্ঠানে গিয়ে অনুশোচনা নেই শাস্ত্রীর
কোচ রবি শাস্ত্রী। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Sep 18, 2021 | 3:06 PM

লন্ডন: বই প্রকাশ অনুষ্ঠানে গিয়ে কোনও অনুশোচনা নেই। জানালেন বিরাটদের হেডস্যার রবি শাস্ত্রী (Ravi Shastri)। কয়েকদিন আগেও এমনটা জানিয়েছিলেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আবারও একই কথা বললেন ভারতীয় দলের কোচ। ওভাল টেস্টের (The Oval) সময় বই প্রকাশ অনুষ্ঠানে গিয়েছিলেন রবি শাস্ত্রী। সেখান থেকে ফিরেই করোনা সংক্রমিত হন ভারতীয় দলের কোচ। এরপর কোভিড পজিটিভ হন বোলিং কোচ ভরত অরুণ (Bharat Arun) ও ফিল্ডিং কোচ আর শ্রীধর (R Sridhar)। ম্যাঞ্চেস্টার টেস্ট (Manchester Test) শুরুর আগে কোভিড রিপোর্ট পজিটিভ হয় ফিজিও যোগেশ পারমারেরও (Yogesh Parmar)। সুপারস্প্রেডার হয়ে যান ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। কোভিড আতঙ্কে ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিলের সিদ্ধান্ত নেয় ভারত ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। যা নিয়ে বিস্তর সমালোচনা হয়। জৈব সুরক্ষা বলয় ভেঙেই ইংল্যান্ডে বই প্রকাশ অনুষ্ঠানে জনসমক্ষে গিয়েছিলেন শাস্ত্রী (Ravi Shastri) ও কোহলি (Virat Kohli)। কোচ-ক্যাপ্টেনের এই আচরণে ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট বোর্ডও। সেই প্রসঙ্গে রবি শাস্ত্রী বলেন, ‘আমার কোনও অনুশোচনা নেই। ওই অনুষ্ঠানে গিয়ে অসাধারণ মানুষদের সঙ্গে দেখা হয়েছে আমার। ঘরে বন্দি থাকার চেয়ে বাইরে গিয়ে অন্য ধরণের মানুষের সঙ্গে মেলামেশা করাও টিমের ছেলেদের জন্যও ভালো।’ একই সঙ্গে শাস্ত্রী বলেন, ‘ওভাল টেস্ট চলাকালীন স্টেডিয়ামের ওই একই সিঁড়িতে আরও ৫ হাজার মানুষ ওঠানামা করেছে। তাহলে বই প্রকাশ অনুষ্ঠানকে কাঠগড়ায় তোলা হচ্ছে কেন? ওই বই প্রকাশ অনুষ্ঠানে ২৫০ জনের কাছাকাছি উপস্থিত ছিলেন। অথচ কেউ করোনা সংক্রমিত হননি।’ আইসোলেশনে ১০ দিন কাটাতে হয়েছে ভারতীয় দলের কোচকে। এখনও বিলেতেই আছেন শাস্ত্রী। তিনি বলেন, ‘এই ১০ দিন বেশ মজায় কেটেছে। গলা ব্যথা ছাড়া অন্য কোনও উপসর্গ ছিল না আমার। আমার শরীরের তাপমাত্রাও ঠিকঠাক ছিল। অক্সিজেন মাত্রা সবসময় ৯৯ শতাংশই ছিল। এই ১০ দিন আইসোলেশনে থাকার সময় আমি কোনও ওষুধ নিই নি। এমন কি প্যারাসিটামলও নিই নি। আমি এটা বলতে পারি, দুটো ডোজ নিয়ে নিলে এই ভাইরাস কিছু করতে পারবে না।’ বই প্রকাশ অনুষ্ঠানে শাস্ত্রীর যোগ দেওয়া নিয়ে এত সমালোচনা। অথচ বিরাটদের হেডস্যার মনে করেন, তিনি করোনা সংক্রমিত হয়েছিলেন লিডস টেস্টে। শাস্ত্রী বলেন, ‘বই প্রকাশ অনুষ্ঠান ছিল ৩১ আগস্ট। আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে ৩ সেপ্টেম্বর। ৩ দিনে কখনও কারও রিপোর্ট পজিটিভ আসে না। আমার মনে হয়, লিডসে আমি করোনা সংক্রমিত হই। ১৯ জুলাই ইংল্যান্ডের লকডাউন উঠে গিয়েছে। কোনও বিধিনিষেধ নেই।’ ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিলের পিছনে তাঁর কোনও সিদ্ধান্ত নেই। কারণ সেই সময় লন্ডনে আইসোলেশনে ছিলেন শাস্ত্রী। এ ব্যাপারে ক্রিকেটারদের সঙ্গে কোনও কথাও হয়নি তাঁর।

আরও পড়ুন: T20 World Cup: বিশ্বকাপের আগে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবেন কোহলিরা