Prithvi Shaw: ধাক্কাটা দরকার ছিল… পৃথ্বী শ-কে নিয়ে এমন কথা কে বলে দিলেন?
Parth Jindal on Prithvi Shaw: পার্থ জিন্দাল যেমন চেনেন তাঁকে, তেমনই খুব কাছ থেকে পৃথ্বীকে চেনেন কোচ রিকি পন্টিংও। অস্ট্রেলিয়ান কিংবদন্তি দিল্লি ছেড়ে এখন পঞ্জাব কিংসের কোচ হয়েছেন। সেই তিনি পর্যন্ত নিলামে পৃথ্বীকে আনসোলড দেখে অবাক হয়ে গিয়েছেন।
কলকাতা: একটা সময় বিস্ময়বালক বলা হত তাঁকে। তুলনা হত সচিন তেন্ডুলকরের সঙ্গে। এমনকি কেউ কেউ তাঁর মধ্যে ব্রায়ান লারার ছায়াও দেখতে পেতেন। সেই তিনিই কি বিনোদ কাম্বলি হয়ে গেলেন? ক্রিকেট বিশ্ব আপাতত এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে। আইপিএল নিলামে ডেভিড ওয়ার্নারদের মতো অনেক তারকাই অবিক্রিত থেকে গিয়েছেন। হয়তো তাঁদের কেরিয়ারও শেষ হয়ে গেল। কিন্তু পৃথ্বী শ-এর মতো প্রতিভাবান এবং ২৫ বছরের কোনও ক্রিকেটার আইপিএলে জায়গা পাবেন না, ভাবতেই পারছেন না অনেকে। দিল্লি ক্যাপিটালস তাঁর পুরনো টিম। নিলামে সেই তাঁকেই কেউ কিনতে চায়নি। ১০ টিমই তাঁর নাম শোনার পরও আগ্রহ দেখায়নি। কেন এমনটা হল? কেন যথেষ্ঠ সুযোগ পাওযার পরও হারিয়ে গেলেন পৃথ্বী? দিল্লির মালিক পার্থ জিন্দাল দিলেন তার উত্তর।
২০১৮ সালে দিল্লিতে যোগ দিয়েছিলেন পৃথ্বী। ২০২২ সালে তাঁকে সাড়ে ৭ কোটিতে রিটেন করেছিল রাজধানীর আইপিএল টিম। কিন্তু ধারাবাহিকতার অভাব, নিজেকে ফিরে পাওয়ার কোনও চেষ্টা না থাকাই কি আইপিএল থেকে মুছে দিয়েছে পৃথ্বীকে? পার্থ বলছেন, ‘পৃথ্বী দারুণ প্লেয়ার। প্রতিভাবানও। কিন্তু নিজেকে নিয়ে ও নানা ভাবে ভুল বুঝেছে। কেউ যখন ছোট থেকে একটাই কথা শুনতে শুনতে বড় হয়, তুমি স্পেশাল, তুমি প্রতিভাবান, তোমার সঙ্গে তুলনা চলে সচিন তেন্ডুলকর, ব্রায়ান লারার, তখন এটা একটা চাপ তৈরি করে। পৃথ্বীর ক্ষেত্রেও সেটা হয়েছে। তবে ওর একটা ধাক্কা খাওয়ার দরকার ছিল।’
পৃথ্বীর ফিরতে হলে আবার কী দরকার, সেটাও বলে দিচ্ছেন পার্থ। দিল্লির মালিকের কথায়, ‘ওকে কঠোর পরিশ্রম করতে হবে। যে খেলাটা ও সবচেয়ে ভালোবাসে, তাতে যাতে ফিরে আসতে পারে। আমার বিশ্বাস ও প্রবল ভাবে ফিরবে। যে পৃথ্বী শ-কে আমরা চিনতাম, তাকেই আবার দেখতে পাব।’
পার্থ জিন্দাল যেমন চেনেন তাঁকে, তেমনই খুব কাছ থেকে পৃথ্বীকে চেনেন কোচ রিকি পন্টিংও। অস্ট্রেলিয়ান কিংবদন্তি দিল্লি ছেড়ে এখন পঞ্জাব কিংসের কোচ হয়েছেন। সেই তিনি পর্যন্ত নিলামে পৃথ্বীকে আনসোলড দেখে অবাক হয়ে গিয়েছেন।