Shubman Gill: নেটে ফিরলেন প্রিন্স, ক্যানবেরায় খেলবেন শুভমন গিল?
IND vs AUS: পারথ টেস্ট শুরু হওয়ার আগে ভারত-এ টিমের বিরুদ্ধে প্র্যাক্টিস ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন শুভমন গিল। ফিল্ডিং করতে গিয়ে বুড়ো আঙুলে চোট লাগে তাঁর। সেই চোটের কারণে পারথে বর্ডার গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে তাঁর খেলা হয়নি।
কলকাতা: অ্যাডিলেডে হতে চলা দিন-রাতের ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে টিম ইন্ডিয়া (Team India)। তার আগে ভারতীয় শিবিরে সুখবর। নেটে ফিরলেন ভারতের তরুণ তুর্কি শুভমন গিল (Shubman Gill)। ব্যাট হাতে তাঁর অনুশীলনের ছবি-ভিডিয়ো ঘুরছে নেটদুনিয়ায়। শনিবার, ৩০ নভেম্বর প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্র্যাক্টিস ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। এই প্রস্তুতি ম্যাচ ২ দিনের। ক্যানবেরায় যদি এ বার শুভমন গিলকে খেলতে দেখা যায়, তা হলে অনেকটা পরিষ্কার হবে যে তিনি অ্যাডিলেড টেস্টের একাদশে ঢোকার সুযোগ পাবেন কিনা।
চোট সারিয়ে নেট প্র্যাক্টিসে মগ্ন ভারতীয় ক্রিকেটের প্রিন্স
পারথ টেস্ট শুরু হওয়ার আগে ভারত-এ টিমের বিরুদ্ধে প্র্যাক্টিস ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন শুভমন গিল। ফিল্ডিং করতে গিয়ে বুড়ো আঙুলে চোট লাগে তাঁর। সেই চোটের কারণে পারথে বর্ডার গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে তাঁর খেলা হয়নি। এরপর মাঝে মাঝেই শোনা গিয়েছে, ৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলা দিন-রাতের টেস্টে খেলা হবে না গিলের। জানা গিয়েছিল, তাঁর আঙুলের স্ক্যান রিপোর্টও নাকি খুব ইতিবাচক বার্তা দিতে পারেনি। এ বার নেট প্র্যাক্টিসে গিল যে ভাবে ডুব দিয়েছেন, তাতে তিনি যে মাঠে ফিরতে মরিয়া বোঝাই যাচ্ছে।
Shubman Gill hits the nets before the pink ball test.
-Prince is back ♥️#ShubmanGill pic.twitter.com/yCz662bOSV
— JassPreet (@JassPreet96) November 29, 2024
অ্যাডিলেড টেস্টের একাদশে যে বদল হবে, তা একপ্রকার নিশ্চিত। কারণ এই টেস্টে ফিরবেন ক্যাপ্টেন রোহিত শর্মা। শুভমনও যদি ফিট প্রমাণ করতে পারেন, তা হলে তিনে দেখা যাবে তাঁকে। আপাতত ক্যানবেরায় নেটে অনুশীলনের সময় ছন্দেই দেখা গিয়েছে গিলকে। তাঁর হাতে কোনও ব্যান্ডেজ, টেপ কিছুই দেখা যায়নি। এ বার দেখার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ২দিনের প্রস্তুতি ম্যাচে পুরোটা শুভমন খেলেন কিনা। এবং তারপর ৬ ডিসেম্বর বর্ডার গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টে ভারতের একাদশে সুযোগ পান কিনা।
GREAT NEWS FOR TEAM INDIA…!!!
– Shubman Gill is batting in nets ahead of the Day & Night Test. [📸: Rohit Juglan from RevSportz] pic.twitter.com/inKDdpFmat
— Johns. (@CricCrazyJohns) November 29, 2024