Asia Cup 2022: সুপার ফোরে যাওয়ার লড়াইয়ে বাবরদের চিন্তা আজ বাবরই

Asia Cup 2022: শারজায় কঠিন পরীক্ষার সামনে পাকিস্তান। হারলেই বিদায়। আজ পাকিস্তান জিতলে রবিবার ফের ভারত-পাক। হংকংয়ের বিরুদ্ধে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী পাকিস্তান শিবির।

Asia Cup 2022: সুপার ফোরে যাওয়ার লড়াইয়ে বাবরদের চিন্তা আজ বাবরই
Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Sep 02, 2022 | 7:00 AM

শারজা : এশিয়া কাপে (Asia Cup 2022) গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ মুখোমুখি পাকিস্তান ও হংকং। সুপার ফোর নিশ্চিত করেছে আফগানিস্তান, ভারত এবং শ্রীলঙ্কা। পাকিস্তান বনাম হংকং ম্যাচ থেকে একটা দল সুপার ফোর নিশ্চিত করবে, আর একটি দল বিদায় নেবে। পাকিস্তান প্রথম ম্যাচে হেরেছে ভারতের কাছে। হংকংকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছিল ভারত। সুপার ফোর কিংবা এশিয়া কাপের ফাইনালে আদৌ ভারত-পাকিস্তান ম্যাচ দেখা যাবে কী না, নির্ভর করছে এই ম্যাচের উপর। টি ২০ ফরম্যাটে প্রথম বার মুখোমুখি হতে চলেছে পাকিস্তান এবং হংকং। বাবর আজমের (Babar Azam) নেতৃত্বাধীন পাকিস্তানের কাছে বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে বাবরই। হংকংয়ের ফর্মে থাকা ব্যাটসম্যান বাবর হায়াত (Babar Hayat)। শারজায় কঠিন পরীক্ষার সামনে পাকিস্তান। হারলেই বিদায়।

প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও পাকিস্তানের বোলাররা মরিয়া চেষ্টা করেছেন। তাদের ব্যাটিং ভরসা দিতে পারেনি। অধিনায়ক বাবর আজম রান পাননি। আরেক ওপেনার মহম্মদ রিজওয়ানের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠেছে। আইসিসি টি ২০ ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষ দুই স্থানে বাবর ও রিজওয়ান। ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে মাত্র ১৪৭ রানেই আটকে গিয়েছিল পাকিস্তান। বোলাররা মরিয়া চেষ্টা করলেও কাজে লাগেনি। হার্দিক পান্ডিয়া-রবীন্দ্র জাডেজা জুটি অনবদ্য পারফর্ম করে। বোলিংয়েও হার্দিক ছিলেন অনবদ্য। হংকংয়ের বিরুদ্ধেও ব্যাটিংই মূল সমস্যা হয়ে দাঁড়াতে পারে পাকিস্তানের। অন্যদিকে, ভারতের কাছে হারলেও হংকংয়ের ব্যাটিং পারফরম্যান্স কুর্নিশ জানানোর মতোই। ১৯৩ রানের লক্ষ্যে নেমে ৫ উইকেটে ১৫২ রান করে তারা। ভারতীয় বোলিং আক্রমণের বিরুদ্ধে অনবদ্য একটা ইনিংস খেলেন হংকংয়ের ছন্দে থাকা ব্যাটার বাবর হায়াত। ৩৫ বলে ৪১ রান করেন তিনি। যোগ্যতা অর্জন পর্বেও দুর্দান্ত খেলেছিলেন।

আজ পাকিস্তান জিতলে রবিবার ফের ভারত-পাক। হংকংয়ের বিরুদ্ধে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী পাকিস্তান শিবির। পাকিস্তান ব্যাটসম্যান ফকর জামান বলেন, ‘ভারতের বিরুদ্ধে খুবই ক্লোজ ম্যাচ হয়েছে। দলের সকলেই আত্মবিশ্বাসী। হংকংয়ের বিরুদ্ধে ভালো পারফর্ম করব। টি ২০ সংক্ষিপ্ত ফরম্যাট। মুখোমুখি হওয়া দু-দলের কাছেই নিজেদের শক্তি প্রদর্শণের সমান সুযোগ থাকে। সুপার ফোর নিশ্চিত করতে হলে ভুলের সংখ্যা কমাতে হবে। হংকং যোগ্যতা অর্জন পর্বে দারুণ খেলেছে। আমরা আমাদের পরিকল্পনা মাফিক খেলব। আরব আমিরশাহির প্রচণ্ড গরমও সমস্য়ার।’