ICC ODI World Cup 2023: পাক সরকারের অনুমতি নেই, বিশ্বকাপ খেলতে ভারতে আসছে না পাকিস্তান!
Pakistan Cricket: এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পিসিবি চেয়ারম্যান জানিয়েছেন, ভারতে গিয়ে ওডিআই বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) খেলার অনুমতি দিচ্ছে না পাকিস্তান সরকার।
ইসলামাবাদ: ইমরান খানের গ্রেফতারি নিয়ে তোলপাড় পাকিস্তান। ক্ষোভের আগুনে পুড়ছে দেশটি। তার মধ্যেই ভারতের মাটিতে পাকিস্তানের ক্রিকেট বিশ্বকাপ খেলতে আসা নিয়ে বেগড়বাঁই শুরু করেছে পাক সরকার। বছরের শেষদিকে ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ খেলতে আসা নিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান নজম শেঠি। ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে পিসিবি চেয়ারম্যান জানিয়েছেন, ভারতে গিয়ে ওডিআই বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) খেলার অনুমতি দেবে না পাকিস্তান সরকার। চলতি বছরে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ হওয়ার কথা ছিল। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও বিসিসিআই বেঁকে বসায় পাকভূমে হচ্ছে না এশিয়া কাপ। সম্ভাব্য আয়োজকের দৌড়ে এগিয়ে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। মনে করা হচ্ছে, এশিয়া কাপ পাকিস্তানের মাটিতে না হওয়ায়, ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর চাপ বাড়াতে এমন সিদ্ধান্ত পাকিস্তানের (Pakistan Cricket)। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
তবে এখনও ওডিআই বিশ্বকাপে খেলতে পারে পাকিস্তান। পাক বোর্ডের চেয়ারম্যান বিসিসিআইয়ের কাছে প্রস্তাব রেখেছে হাইব্রিড মডেলের। এশিয়া কাপের ক্ষেত্রেও একই প্রস্তাব দিয়েছিল পিসিবি। এই প্রস্তাবে মোটেও আগ্রহ দেখায়নি বিসিসিআই। এ বার ওডিআই বিশ্বকাপ নিয়েও পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ‘হাইব্রিড মডেল’-এর প্রস্তাব দিতে চাইলেন। হাইব্রিড মডেলের অর্থ, পাকিস্তান নিজেদের ম্যাচগুলি ভারতের বাইরে কোনও নিরপেক্ষ ভেনুতে খেলতে চায়। ওডিআই বিশ্বকাপে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হবে বলে খবর। কিন্তু পিসিবি চেয়ারম্যান যে দাবি তুলেছেন তাতে চোখ কপালে উঠেছে বিসিসআই ও আইসিসির।
তিনি জানিয়েছেন, ভারত যদি এশিয়া কাপের ম্যাচগুলি নিরপেক্ষ ভেনুতে খেলতে চায় তাহলে ওডিআই বিশ্বকাপেও সেটাই হবে। বিশ্বকাপের ম্যাচগুলি পাকিস্তান নিরপেক্ষ ভেনুতে খেলতে চায়, ভারতে নয়।