Pakistan Cricket : পাকিস্তানের নতুন শর্ত, লিখিত আশ্বাস দিলে তবেই ভারতে আসবেন বাবররা!
ভারতীয় দল এশিয়া কাপের জন্য পাকিস্তান যাচ্ছে না। যে কারণে ওডিআই বিশ্বকাপের জন্য শর্তের উপর শর্ত চাপিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
লাহোর : ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ (World Cup 2023) খেলতে আসবে পাকিস্তান? এখনও পাকিস্তানের বিশ্বকাপ খেলা অনিশ্চয়তায় মোড়া। এশিয়া কাপ নিয়ে যে টানাপোড়েন শুরু হয়েছিল তার জের চলছে এখনও। ভারতীয় দল এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে চায়নি। যে কারণে হাইব্রিড মোডে হবে টুর্নামেন্ট। তাই ওডিআই বিশ্বকাপ খেলতে আসা নিয়ে পাকিস্তান (Pakistan Cricket) একের পর এক শর্ত চাপিয়ে যাচ্ছে। জানা গিয়েছে, পাকিস্তান সরকার এবং সেদেশের ক্রিকেট বোর্ড আইসিসির কাছে বিশ্বকাপের সময় পাকিস্তানের নিরাপত্তা নিয়ে লিখিত আশ্বাস চেয়েছে। ভারতের মাটিতে নিরাপত্তার আশ্বাস পেলে তবেই বাবর আজমদের বিশ্বকাপ খেলতে পাঠানো হবে। শর্ত এমনই। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারতীয় দল পাকিস্তানে আইসিসি ওডিআই বিশ্বকাপ খেলতে আসবে কি না তা সেদেশের সরকারের উপর নির্ভর করছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড চিঠি লিখে সরকারের কাছে ভারতে আসার অনুমতি চেয়েছে। পাকিস্তানের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণ করতে সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার ওই কমিটির বৈঠক ছিল। অনুমান করা হচ্ছে বৈঠকে আইসিসির কাছ থেকে লিখিত আশ্বাস চাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। পাক সরকার ও পিসিবির তরফে লিখিত আশ্বাস দেওয়ার কথা হয়েছে।
পাকিস্তান চায়, বাবর আজমদের উচ্চস্তরের সুরক্ষা দিক ভারত। পাকিস্তান ক্রিকেট টিমের নিরাপত্তায় যেন কোনও ফাঁক না থাকে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে এই মর্মে লিখিত আদায় করার শর্ত রেখেছে পাকিস্তান। আইসিসি এর পরিপ্রেক্ষিতে কি উত্তর দেয় সেটাই দেখার।