Pakistan Cricket : চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভীত, আর্থিক ক্ষতিপূরণ ও ভারতের শাস্তি দাবি করেছে পাকিস্তান
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হওয়ার কথা। এই টুর্নামেন্ট দিয়ে পাকিস্তান আইসিসি টুর্নামেন্টের আয়োজক হিসেবে প্রত্যাবর্তন হবে।
কলকাতা: ঘর পোড়া গরুর মতো অবস্থা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board)। ২০২৩ এশিয়া কাপ আয়োজন নিয়ে বিস্তর দড়ি টানটানি চলেছে। শেষমেশ হাইব্রিড মডেলে হচ্ছে এশিয়া কাপ। অর্থাৎ বিসিসিআইয়ের শর্ত বজায় থাকছে। পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ টুর্নামেন্ট খেলতে ভারতীয় দলকে পাঠাবে না বিসিসিআই (BCCI)। শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের দাবি মেনে নেওয়া হয়েছে। এশিয়া কাপে ভারতের ম্যাচগুলি খেলা হবে শ্রীলঙ্কাতে। ভারত যদি ফাইনালে ওঠে তাহলে ফাইনাল ম্যাচও শ্রীলঙ্কায় হবে। পাকিস্তানের আশঙ্কা ভবিষ্যতেও তাঁদের দেশে গিয়ে আইসিসি বা এসিসি টুর্নামেন্ট খেলতে অস্বীকার করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হওয়ার কথা। এই টুর্নামেন্ট দিয়ে পাকিস্তান আইসিসি টুর্নামেন্টের আয়োজক হিসেবে প্রত্যাবর্তন হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের আশঙ্কা, সেই পথে বড় বাধা হতে পারে ভারত। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা। আইসিসির তরফে হোস্টিং রাইটের কাগজপত্র পাঠানো হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। যদিও পাকিস্তান কাগজপত্রে এখনই সই করতে নারাজ। বরং হোস্টিং রাইটের কাগজপত্রে সই করে আনুষ্ঠানিকভাবে সম্মতি জানাতে চাইছে না তারা। এর মূল কারণ হল ভারত। পাক বোর্ডের আশঙ্কা, বছর দুয়েক পরও ভারতীয় ক্রিকেট বোর্ড একইভাবে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাজি হবে না। এই আশঙ্কার কথা জানিয়ে ইতিমধ্যেই তারা আইসিসিকে চিঠি পাঠিয়েছে পিসিবি। প্রশ্নের উত্তর পেয়ে গেলে তবেই কাগজপত্রে সই করবে পিসিবি।
ভারত যদি পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলায় গড়িমসি করে তাহলে চরম শাস্তির দাবিও করেছে পাকিস্তান। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন ভেস্তে গেলে বিসিসিআইকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে। এছাড়া ভারতীয় ক্রিকেটকে নিষিদ্ধ করে চূড়ান্ত শাস্তি দেওয়ার দাবিও উঠেছে পাকিস্তানের তরফে। হাতে এখনও দু’বছর সময়। তবে অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সময় থাকতেই আওয়াজ তুলেছে পাকিস্তান।