Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sarfaraz Ahmed : পরীক্ষায় টুকলি! শেষ অবধি কী পরিণতি হয়েছিল পাক ক্রিকেটার সরফরাজ আহমেদের?

সম্প্রতি পাকিস্তানের ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটে বিরতি পেয়েছেন বর্তমানে নিজেদের মতো করে ছুটি কাটাচ্ছেন। বর্তমানে আমেরিকায় রয়েছেন সরফরাজ আহমেদ। সেখানে এক অনুষ্ঠানে তিনি জানান, মাধ্যমিক অবধি তিনি ঠিকঠাক ভাবেই পড়াশুনা করেছিলেন। এরপর কলেজের প্রথম বর্ষের এক পরীক্ষায় তিনি টুকলি করার চেষ্টা করেছিলেন।

Sarfaraz Ahmed : পরীক্ষায় টুকলি! শেষ অবধি কী পরিণতি হয়েছিল পাক ক্রিকেটার সরফরাজ আহমেদের?
পরীক্ষায় টুকলি! শেষ অবধি কী পরিণতি হয়েছিল পাক ক্রিকেটার সরফরাজ আহমেদের?Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 16, 2023 | 7:30 AM

নয়াদিল্লি : লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে… আর গাড়ি ঘোড়ায় চড়তে গেলে মন দিয়ে তো পড়াশোনা করতে হবে। এই প্রবাদ আমরা সকলেই কমবেশি ছেলেবেলা থেকে শুনে আসছি। লেখাপড়া করার জন্য কোনও বয়সের প্রয়োজনও পড়ে না। ভারতীয় ক্রিকেটাররা কতদূর পড়াশুনা করেছেন তা নিয়ে অনেকেই খোঁজ রাখেন। কিন্তু পাকিস্তানের (Pakistan) ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে শিক্ষিত কে? চট করে এর উত্তর অনেকেই দিতে পারবেন না। প্রাক্তন পাক ক্রিকেটার ইমরান খান, রামিজ রাজা, মিসবা উল হকরা যথেষ্ট শিক্ষিত। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, বর্তমান পাক অধিনায়ক বাবর আজম ক্লাস এইটের পর আর এগোননি। তেমনই মাধ্যমিকের গণ্ডি পেরোলেও আর পড়া হয়নি পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার সরফরাজ আহমেদের (Sarfaraz Ahmed)। তিনি যখন পড়াশুনা করতেন সেই সময়কার এক মজার গল্প তুলে ধরেছেন সরফরাজ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সম্প্রতি পাকিস্তানের ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটে বিরতি পেয়েছেন বর্তমানে নিজেদের মতো করে ছুটি কাটাচ্ছেন। বর্তমানে আমেরিকায় রয়েছেন সরফরাজ আহমেদ। সেখানে এক অনুষ্ঠানে তিনি জানান, মাধ্যমিক অবধি তিনি ঠিকঠাক ভাবেই পড়াশুনা করেছিলেন। এরপর কলেজের প্রথম বর্ষের এক পরীক্ষায় তিনি টুকলি করার চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে সফল হননি। পরীক্ষায় টুকলির কাগজ বের করে লিখবেন ভেবেছিলেন সরফরাজ। কিন্তু পরীক্ষার হলে সময় এগোতে থাকে আর সরফরাজ টুকলির কাজ বের করতেই পারেন না। ফলে শেষ অবধি পরীক্ষা ছেড়ে চলে যান তিনি। সোশ্যাল মিডিয়ায় সরফরাজের এই টুকলির গল্পের ভিডিয়ো ভাইরাল হয়েছে।

ভারত-পাকিস্তান ক্রিকেটারদের সম্পর্ক নিয়ে সরফরাজ আহমেদ

আসন্ন এশিয়া কাপের মঞ্চে ফের ভারত ও পাকিস্তানকে একে অপরের বিরুদ্ধে খেলতে দেখা যাবে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে এখন আর দ্বিপাক্ষিক সিরিজ হয় না। ফলে আইসিসির টুর্নামেন্ট হলেই ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়। সরফরাজ জানান, দুই দলের ক্রিকেটারদের লড়াই সীমাবদ্ধ থাকে ২২ গজেই। মাঠের বাইরে তাঁদের মধ্যে কোনও ঝামেলা নেই। বরং সরফরাজ জানান দুই দেশের ক্রিকেটাররাই খুব ভালোভাবে মেলামেশা করেন।