Saad Masood: বনবন ঘূর্ণি! ১৭ বছর বয়সী পাকিস্তানি স্পিনারের জাদুতে কুপকাত প্রতিপক্ষ, দেখুন ভিডিয়ো

Pakistan Cricket: আফতাব আহমেদ দু'জন সেট ব্যাটসম্যানকে আউট করার পর ওয়ারিয়র্সের স্কোর ছিল ৭০/২। সেখান থেকে ম্যাচ বের করা খুব কঠিন ছিল না।

Saad Masood: বনবন ঘূর্ণি! ১৭ বছর বয়সী পাকিস্তানি স্পিনারের জাদুতে কুপকাত প্রতিপক্ষ, দেখুন ভিডিয়ো
ছবি: সংগৃহীত
Follow Us:
| Edited By: | Updated on: Oct 17, 2022 | 5:33 PM

ইসলামাবাদ: পাকিস্তান জুনিয়র ক্রিকেট লিগে (Pakistan Junior Cricket League) লেগ স্পিনের জাদু দেখালেন ১৭ বছর বয়সী লেগ স্পিনার সাদ মাসুদ (Saad Masood)। গুগলির পূর্ণ ব্যবহার করে গাদার শার্কসের মাসুদ ৫টি উইকেট তুলে নিয়েছে এবং প্রতিপক্ষ মারদার ওয়ারিয়র্সের ইনিংস ১০০ রানে গুটিয়ে গিয়েছে। ৪টি ম্যাচের মধ্যে ৩টি ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে গাদার শার্কস কোয়ালিফায়ার ১-এ প্রথম স্থানে রয়েছে। ৭৪ রান করে লুক বেনকেনস্টেইন শার্কসের স্কোর ১৭০ রানে নিয়ে গিয়েছিলেন। জবাবে ব্যাট করতে নেমে প্রাথমিকভাবে শুরুটা ভালোই করেছিল ওয়ারিয়র্স। পাকিস্তানি স্পিনারের বিধ্বংসী স্পেল তুলে ধরল TV9Bangla

আফতাব আহমেদ দু’জন সেট ব্যাটসম্যানকে আউট করার পর ওয়ারিয়র্সের স্কোর ছিল ৭০/২। সেখান থেকে ম্যাচ বের করা খুব কঠিন ছিল না। তারপরই মাসুদের স্পিনের জাদুতে মুখ থুবড়ে পড়ে ওয়ারিয়র্সের ব্যাটিং লাইন আপ। ১৫ বলের মধ্যে ৫টি উইকেট তুলে নিয়েছিল মাসুদ। মাসুদের নেওয়া প্রথম ৪টি উইকেট ছিল বোল্ড বা এলবিডাব্লুউ। ওয়ারিয়র্স ব্যাটার মহম্মদ ইরফান মাসুদের দেওয়া শর্ট বল পুল করতে গিয়ে বোল্ড হয়ে যান। মাসুদের বলে মারাত্মক টার্ন দেখা গিয়েছিল। গুগলিতে প্রতিপক্ষ ব্যাটসম্যানকে কুপকাত করেন মাসুদ। পঞ্চম উইকেটে আগেরবারের মতো টার্ন না হলেও ওয়ারিয়র্স ব্যাটসম্যান আবিদুল্লাহ স্টাম্প আউট হন। ওই ম্যাচে ৭০ রানে জয় পেয়েছে গাদার শার্কস।