সিডনিতে চোটে বেসামাল রাহানের ভারত

ঋষভের বদলে আইসিসি'র নিময় অনুযায়ী সাবস্টিটিউট হিসেবে কিপিং করতে নামেন ঋদ্ধি। জাদেজার বদলে ফিল্ডার মায়াঙ্ক।

সিডনিতে চোটে বেসামাল রাহানের ভারত
সিডনিতে জোড়া চোট। ছবি সৌজন্যে - টুইটার (বিসিসিআই)
Follow Us:
| Updated on: Jan 09, 2021 | 12:46 PM

সিডনি : চোট কিছুতেই পিছু ছাড়ছে না ভারতীয় দলের। প্রথম টেস্টে সামি, দ্বিতীয় টেস্টে উমেশের পর এ বার সিডনিতে তৃতীয় টেস্টে, জোড়া চোট (injury) ভারতীয় দলে। ব্যাটিং করার সময় চোট পেলেন ঋষভ পন্থ (Pant) ও রবীন্দ্র জাদেজা (Jadeja)। দুই ক্রিকেটারকে নিয়ে যাওয়া হয় স্ক্যান করতে। চোটের ধাক্কায় কিপিং করতে মাঠে নামতে পারেননি পন্থ। গ্লাভস হাতে মাঠে নামেন ঋদ্ধিমান সাহা। জাদেজার জায়গায় ফিল্ডিং করতে নামলেন মায়াঙ্ক।

কামিন্সের বলে পুল করতে গিয়ে হাতের কুনুইতে চোট পেলেন ঋষভ। মাঠে ছুটে আসেন টিম ইন্ডিয়ার ফিজিও। বেশ কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসার পর আবার ব্যাট হাতে তুলে নেন ঋষভ। কিন্তু আর ছন্দ খুঁজে পেলেন না। ৩৬ রানে হ্যাজেলউডের বলে আউট হলেন তিনি। ঋষভের বদলে আইসিসি’র নিময় অনুযায়ী সাবস্টিটিউট হিসেবে কিপিং করতে নামেন ঋদ্ধি।

এদিকে শেষ উইকেটে সিরাজের সঙ্গে ব্যাটিং করার সময় চোট পেলেন জাদেজা। বাঁ-হাতের বুড়ো আঙ্গুলে চোট পান জাদেজা। ফিল্ডিং করতে নেমেননি তিনি। তাঁকে নিয়ে যেতে হয় স্ক্যান করতে। ফিট না হলে জাদেজার পক্ষে বোলিং করা সম্ভব নয়। জোড়া চোটের ধাক্কায় সিডনি টেস্টে বেসামাল টিম ইন্ডিয়া।