Pat Cummins: পারফরম্যান্সে হৃদয় ভেঙেছেন, আচরণে মন জিতলেন কামিন্স

ICC World Cup 2023, IND vs AUS: ম্যাচের সময়টা ভারত-অস্ট্রেলিয়া কঠিন প্রতিদ্বন্দ্বী। ম্যাচের বাইরে দু-দলের ক্রিকেটারদের বন্ধুত্ব অজানা নয়। দুর্দান্ত ক্রিকেট খেলেও রানার্স ভারত। ম্যাচ শেষে বিরাট কোহলিকে সান্ত্বনা দেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল এবং পেসার জশ হ্যাজলউড। ম্যাচের আগে অজি অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছিলেন আমেদাবাদের গ্যালারিতে 'চুপ করাবেন' কামিন্স। ফাইনালে বিরাট কোহলিকে আউট করেন অজি অধিনায়ক।

Pat Cummins: পারফরম্যান্সে হৃদয় ভেঙেছেন, আচরণে মন জিতলেন কামিন্স
Image Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Nov 21, 2023 | 7:01 PM

আমেদাবাদ: গ্যালারিতে লক্ষাধিক ভারতীয় সমর্থক। টিভির পর্দায় চোখ রেখেছিলেন আরও কয়েক কোটি। সকলেই চাইছিলেন ভারতের হাতে ট্রফি উঠুক। টানা দশ ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিতের পর এমন প্রত্যাশা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ফাইনালের মঞ্চে যেন নতুন অস্ট্রেলিয়াকে খুঁজে পাওয়া গেল। অস্ট্রেলিয়ার দাপুটে পারফরম্যান্স, বিশ্বজয় ভারতীয়দের হৃদয় ভেঙেছে। তবে ম্যাচ শেষের এক মুহূর্ত ক্রিকেট প্রেমীদের মন জিতে নিয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ম্যাচের সময়টা ভারত-অস্ট্রেলিয়া কঠিন প্রতিদ্বন্দ্বী। ম্যাচের বাইরে দু-দলের ক্রিকেটারদের বন্ধুত্ব অজানা নয়। দুর্দান্ত ক্রিকেট খেলেও রানার্স ভারত। ম্যাচ শেষে বিরাট কোহলিকে সান্ত্বনা দেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল এবং পেসার জশ হ্যাজলউড। ম্যাচের আগে অজি অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছিলেন আমেদাবাদের গ্যালারিতে ‘চুপ করাবেন’ কামিন্স। ফাইনালে বিরাট কোহলিকে আউট করেন অজি অধিনায়ক। এরপর সত্যিই চুপ হয় গ্য়ালারি।

একটা দুর্দান্ত আবহে ফাইনাল খেলতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন কামিন্স। ফাইনাল শেষের আরও একটা মুহূর্ত, কামিন্সকে যেন ভালো না বেসে পারা যায় না। খেলাটা যে মাঠেই সীমাবন্ধ। প্রতিদ্বন্দ্বিতাও। ম্যাচ শেষে ট্রফি নিয়ে উচ্ছ্বাস অজি ক্রিকেটারদের। প্যাট কামিন্স কিন্তু দলের ভারতীয় সাপোর্ট স্টাফদের কথা ভোলেননি। অজি দলে বেশ কয়েকজন ভারতীয় সাপোর্ট স্টাফ রয়েছেন। কামিন্স বিশ্বকাপ ট্রফি তুলে দেন তাঁদের হাতেও। নিজের মোবাইল ক্যামেরায় তার ছবি-ভিডিয়ো করেন। প্যাট কামিন্সের এই আচরণে অজি টিমের ভারতীয় সাপোর্ট স্টাফরা আবেগপ্রবণ হয়ে পড়েন।