T20 World Cup : শুরু থেকে সেরাদের নিয়ে ঝাঁপাতে হবে: জাহির

বিরাটদের (Virat Kohli) একটাফ পরামর্শ জাহির খানের (Zaheer Khan)। দলের ট্রাম্প কার্ডদের লুকিয়ে রাখাটা ঠিক হবে না। শুরু থেকেই তাদের প্রতিপক্ষের সামনে ফেলতে হবে। যাতে চাপ তৈরি করা যায়।

T20 World Cup : শুরু থেকে সেরাদের নিয়ে ঝাঁপাতে হবে: জাহির
জাহির খানের পরামর্শ ভারত অধিনায়ককে। সৌ: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Oct 26, 2021 | 4:45 PM

মুম্বই: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) প্রথম ম্যাচে হার ভারতীয় দল নিয়ে অনেক প্রশ্ন তুলে দিয়েছে। যদিও প্রশ্ন নিয়ে মাথা ব্যথা নেই বিশ্বকাপজয়ী ভারতীয় পেসার জাহির খানের (Zaheer Khan)। কারা নেই, সেটা নিয়ে না ভেবে যাঁরা আছেন, তাঁদের দিকেই নজর দিতে বলছেন জ্যাক। ভারত (India) অধিনায়ক বিরাটকে (Virat Kohli) একটাই পারামর্শ জাহির খানের, শুরু থেকেই ব্যবহার করতে হবে ট্রাম্প কার্ড। পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে বুমরাকে দিয়ে প্রথম ওভার বোলিং না করানো একটা বড় ভুল বলেই মনে করছেন জাহির।

প্রাক্তন ভারতীয় তারকার মতে,”ভারতীয় বোলিংয়ের সেরা অস্ত্র জসপ্রীত বুমরা। ওকে দিয়েই প্রথম ওভার বোলিং কারানো প্রয়োজন ছিল। তাহলে একটা বাড়তি চাপ তৈরি হত বাবরদের ওপর। কে বলতে পারে সেই সিদ্ধান্ত ম্যাচের রং বদলে দিতেই পারত। একই ভাবে বলতে হয় ১৮ নম্বর ওভারের কথা। তখনও পাকিস্তানের প্রয়োজন ছিল ১৭ রান। বিরাট যদি বুমরাকে দিয়ে সেই ওভারটা করানোর কথাও ভাবত, তা হলেও অন্য হতে পারত। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলে নিয়ে এল সামিকে। সামি ছন্দে ছিল না। তাই ও আরও চাপ পড়ে গেল।”

এই সিদ্ধান্ত নিয়ে অবশ্য বিরাটের বড় কোনও ভুল দেখছেন না জাহির। তাঁর মতে, ”একটা পরিকল্পনা করে মাঠে নামে দল। কিন্তু মাঝে মাঝে ম্যাচের পরিস্থিতি আনুযায়ী সেই পরিকল্পনা পাল্টেও ফেলতে হয়। ভারতীয় দলের থিঙ্ক ট্যাঙ্ক নিশ্চই নতুন ভাবে পরিকল্পনা সাজিয়েছিল। কিন্তু পাকিস্তানের দুই ওপেনরা যে এত সুন্দর ভাবে ব্যাটিং করবে, সেটা কেই বা জানত।”

ভারতের ম্যাচ হারের আর একটা কারণ হিসেবে শিশির ফ্যাক্টরকেও দায়ী করছেন জাহির খান। একটি ক্রিকেট ওয়েব সাইটকে দেওয়া ইন্টারভিউয়ে জাহির জানিয়েছেন, ”ম্যাচে শিশির একটা বড় ফ্যাক্টর ছিল, মাঠে যখন শিশিরের এমন অবস্থা ছিল তখন ২০ থেকে ২৫ রান বাড়তি প্রয়োজন। কিন্তু ভারতের হাতে সেটা ছিল না। কিন্তু পাকিস্তানের দুরন্ত পারফরম্যান্সকে কোনও ভাবেই উড়িয়ে দেওয়া যাবে না।”

রবিবার টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারত। সেই ম্যচটা কার্যত ডু অর ডই টিম ইন্ডিয়ার কাছে। বিরাটদের একটাফ পরামর্শ জাহির খানের। দলের ট্রাম্প কার্ডদের লুকিয়ে রাখাটা ঠিক হবে না। শুরু থেকেই তাদের প্রতিপক্ষের সামনে ফেলতে হবে। যাতে চাপ তৈরি করা যায়।

আরও পড়ুন: South Africa vs West Indies Live score, T20 World Cup 2021 দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ লাইভ স্কোর