T20 World Cup 2022: প্রত্যাশার বেলুন ফুলিয়ে আজ বিশ্বকাপে বাংলাদেশ

Bangladesh vs Netherlands: বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে নেদারল্যান্ডস ব্যাটার টম কুপারের হুঙ্কার, 'আপনারা বলছেন অঘটন, কিন্তু আমরা যদি বাংলাদেশকে হারিয়ে দিই, আমাদের কাছে সেটা অঘটন হবে না। ওদের না হারানোর কোনও কারণ দেখছি না।'

T20 World Cup 2022: প্রত্যাশার বেলুন ফুলিয়ে আজ বিশ্বকাপে বাংলাদেশ
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 24, 2022 | 2:31 AM

হোবার্ট : বাংলাদেশ ক্রিকেটে আবেগ রয়েছে। তেমনই অনেক বিতর্কও। প্রতিভারও অভাব নেই। কিন্তু সবটাই ক্ষণস্থায়ী। কখনও হঠাৎ জ্বলে ওঠে বিশ্ব ক্রিকেটকে চমকে দেয়। আবার কখনও অতিসাধারণ পারফরম্যান্স। এ বারের বিশ্বকাপে (T20 World Cup 2022) সরাসরি সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে বাংলাদেশ (Bangladesh)। সঙ্গী প্রত্যাশার বেলুন। সুপার টুয়েলভে সাকিব আল হাসানের (Shakib Al Hasan) নেতৃত্বাধীন বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নেদারল্যান্ডস। গত বিশ্বকাপ থেকে এ বার। মাঝের পারফরম্যান্স একেবারেই প্রত্যাশা জাগানোর মতো নয় বাংলাদেশের। ১৯টি ম্যাচ খেলে জয় মাত্র ৪ ম্যাচে। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলেছে বাংলাদেশ। চার ম্যাচেই হেরেছে বাংলাদেশ। সবকটিই বড় ব্যবধানে।

বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচেও উন্নতির লক্ষণ দেখা যায়নি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। আফগানিস্তানের বিরুদ্ধে বিশাল হার। আফগানিস্তানের ১৬০-৭ এর জবাবে ২০ ওভারে বাংলাদেশ করে ৯৮-৯। সুপার টুয়েলভে বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দল। নেদারল্যান্ডসের বিরুদ্ধে শুরুটা খুব ভাল হওয়া জরুরি বাংলাদেশের জন্য। অধিনায়ক সাকিব আল হাসান বলছেন, ‘প্রতিটা ম্যাচকেই আমরা সমান গুরুত্ব দেব। নেদারল্যান্ডস, জিম্বাবোয়ে, ভারত, দক্ষিণ আফ্রিকা, যে দলের বিরুদ্ধেই খেলি না কেন। নেদারল্যান্ডস যোগ্য দল হিসেবেই সুপার ১২ এ খেলছে।’ সাংবাদমাধ্যমে উদ্দেশ্য করে যোগ করেন, ‘আপনারাই এমন যুক্তি তৈরি করছেন যে, নেদারল্যান্ডসকে হালকাভাবে নিচ্ছে বাংলাদেশ।’

নেদারল্যান্ডস প্রথম রাউন্ডে ভাল খেলে সুপার টুয়েলভে যোগ্যতা অর্জন করেছে। প্রথম দু-ম্যাচ জিতলেও শেষ ম্যাচে হারে তারা। সুপার ১২ এ উঠতে হলে অন্য ম্যাচের ফলের দিকেও তাকিয়ে থাকতে হত তাদের। আরব আমিরশাহি বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পায়। তারা নামিবিয়াকে হারানোয় সুপার ১২ নিশ্চিত হয় নেদারল্যান্ডসের। বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে নেদারল্য়ান্ডস ব্যাটার টম কুপারের হুঙ্কার, ‘সুপার টুয়েলভে অনেক শক্তিশালী দলই রয়েছে। আমাদেরও জয়ের সুযোগ দেখছি। আমরা কয়েকটি প্রতিযোগিতা মূলক ম্যাচ খেলে এই পর্বে এসেছি। আপনারা বলছেন অঘটন, কিন্তু আমরা যদি বাংলাদেশকে হারিয়ে দিই, আমাদের কাছে সেটা অঘটন হবে না। ওদের না হারানোর কোনও কারণ দেখছি না।’

বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, সকাল ৯.৩০