PSL 2024: সুন্দরী বোলিং কোচকে উর্দু শেখাচ্ছেন রিজওয়ানরা!
পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানস টিমের পক্ষ থেকে অ্যালেক্স হার্টলির সমস্ত সিদ্ধান্তর সম্মান জানানো হচ্ছে। পিএসএল ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানস তাঁকে স্বাগত জানিয়েছে। মহম্মদ রিজওয়ান-ডেভিড মালানদের পিএসএল ম্যাচ থাকাকালীন ডাগআউটে দেখা যাচ্ছে অ্যালেক্স হার্টলিকে।
কলকাতা: পাকিস্তান সুপার লিগে (Pakistan Super League) মুলতান সুলতানস এর আগে ছক ভেঙেছিল। এর আগে আয়ারল্যান্ডের ক্যাথেরিন ডাল্টনকে (Catherine Dalton) ফাস্ট বোলিং কোচ হিসেবে নিযুক্ত করেছিল মুলতান সুলতানস। এ বার মহম্মদ রিজওয়ানদের স্পিন বোলিং কোচ হলেন ইংল্যান্ডের অ্যালেক্স হার্টলি (Alex Hartley)। ২০১৬-২০১৯ সাব অবধি ইংলিশব্রিগেডের হয়ে ২৮টি ওডিআই এবং ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন অ্যালেক্স হার্টলি। ২০১৭ সালের বিশ্বকাপ ফাইনালে হরমনপ্রীত কৌরের উইকেট তুলে নিয়েছিলেন অ্যালেক্স হার্টলি। ৩০ বছরের অ্যালেক্স হার্টলি এখন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার। তিনি এ বার পাক সংস্কৃতি রপ্ত করার চেষ্টা করছেন। পাশাপাশি মহম্মদ রিজওয়ানরা তাঁকে উর্দু শেখাচ্ছেন।
ক্রিকেটে টিচার, উর্দুর স্টুডেন্ট মহম্মদ রিজওয়ানদের সুন্দরী কোচ অ্যালেক্স হার্টলি… সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে অ্যালেক্স হার্টলি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি উর্দু ও হিন্দি শিখতে চান। তাঁর কথায়, ‘আমার অন্তত কিছু হিন্দি এবং উর্দু শব্দ শেখা প্রয়োজন।’ এখনও অবধি পাকিস্তান সুপার লিগে অ্যালেক্স হার্টলির অভিজ্ঞতা বেশ ভালো বলেই জানিয়েছেন।
Thrilled to have @AlexHartley93 as the Assistant Spin Bowling coach in the Sultans camp! 🤜🤛
Watch as she shares her experience so far and discusses plans for the rest of the #HBLPSL9! 🎥#SultanSupremacy pic.twitter.com/8iE9f48PG3
— Multan Sultans (@MultanSultans) February 17, 2024
পাকিস্তান সুপার লিগ চলার ফাঁকে কালো রংয়ের সালোয়ার শ্যুট পরে কাওয়ালি নাইটসেও যোগ দিতে দেখা গিয়েছে অ্যালেক্স হার্টলিকে। নিজের সোশ্যাল মিডিয়া সাইট X এ অ্যালেক্স হার্টলি সেই ছবি-ভিডিয়ো শেয়ার করেছেন।
Qawali night with @MultanSultans 💚 pic.twitter.com/vLll88JRzG
— Alexandra Hartley (@AlexHartley93) February 19, 2024
মুলতান সুলতানস টিমের পক্ষ থেকে অ্যালেক্স হার্টলির সমস্ত সিদ্ধান্তর সম্মান জানানো হচ্ছে। পিএসএল ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানস তাঁকে স্বাগত জানিয়েছে। মহম্মদ রিজওয়ান-ডেভিড মালানদের পিএসএল ম্যাচ থাকাকালীন ডাগআউটে দেখা যাচ্ছে অ্যালেক্স হার্টলিকে। ইংল্যান্ডের প্রাক্তন মহিলা ক্রিকেটার জানান, যখন মুলতান সুলতানস ফ্র্যাঞ্চাইজির মালিকের ফোন তাঁর কাছে গিয়েছিল তখন তিনি বোলিং কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিতে পারেননি। পিএসএলের জনপ্রিয় টিমের সঙ্গে ভালো সময় কাটাচ্ছেন অ্যালেক্স হার্টলি। এ বার দেখার তাঁর কোচিংয়ে মুলতান সুলতানসের বোলিং বিভাগ কতটা উন্নতি করতে পারে।