Shoaib Akhtar: আইনি জটে শোয়েব, ১০০ মিলিয়ন ক্ষতিপূরণের নোটিস
শোয়েবকে (Shoaib Akhtar) অপমান করার জন্য তাঁর ভক্তরা সোচ্চার হয়েছিলেন। পাক ক্রিকেটমহল থেকেও পাশে দাঁড়িয়েছিলেন অনেকেই। কিন্তু নৈতিক সমর্থনও আইনি চাপ কমাতে পারছে না শোয়েবের।
লাহোর: মহা বিপদে পাকিস্তানের (Pakistan) প্রাক্তন পাক ক্রিকেটের শোয়েব আখতার (Shoaib Akhtar)। অক্টোবরের ২৬ তারিখ লাইভ শো-য়ের মাঝেই পাকিস্তানের সরকারি চ্যানেল থেকে ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে ইস্তফা দিয়ে দেন শোয়েব। মাইক বন্ধ করে চেয়ার ছেড়ে উঠে চলে যান রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। কেন? শোয়েবের মতে, লাইভ শো-য়ে অ্যাঙ্কার বারবার অপমান করেছেন তাঁকে। সেখানে তখন ছিলেন স্যার ভিভ রিচার্ডস, ডেভিড গাওয়ারের মত প্রাক্তন দিকপালরা। অপমানিত শোয়েব এরপর নিজের ইউটিউব চ্যানেলে তোপ দাগেন। শুধু তাই নয়, পাকিস্তানের সরকারি চ্যানেলের বদলে ভারতের একটি চ্যানেলের হয়ে অনুষ্ঠান করেন শোয়েব আখতার। সেখানে তাঁর সঙ্গে ছিলেন প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রম, সুনীল গাভাসকার, হরভজন সিংরা।
আর এই ঘটনার জন্যই নাকি বিরাট অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়ে পাকিস্তানের সরকারি চ্যানেল পিটিভি (PTV)। পাকিস্তানের টিভি চ্যানেলের এক কর্তা জানিয়েছেন, ”চুক্তির ২২ নম্বর ক্লজ অনুযায়ী দু’পক্ষই চুক্তি বাতিল করে পারে। কিন্তু তিন মাস আগে সেটা লিখিত জানাতে হবে। কিন্তু শোয়েব আখতার একটা শোয়ের মাঝেই ইস্তফা দিয়ে চলে গেলেন। আর তাতে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছে পিটিভি। শোয়েব পাকিস্তানের চ্যানেলে ছেড়ে চলে গেলেন এক ভারতীয় চ্যানেলে। সে বিষয়েও কোনও তথ্য দেওয়া হয়নি আমাদের। আর এতে আর্থিক ক্ষতির পরিমান আরও বেড়েছে।”
পাকিস্তানি কারেন্সিতে ১০০ মিলিয়ন (100 million) ক্ষতিপূরণ চাওয়ার পাশাপাশি শোয়েবকে তিন মাসের বেতনও দিতে বলা হয়েছে। আর শোয়েব যদি সেটা না করেন তা হলে তাঁর বিরুদ্ধে চুক্তিভঙ্গের জন্য আইননানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন, কী হয়েছিল সেই লাইভ শোয়ে (live show)? পাক সংবাদ মাধ্যমের খবর টি-২০ বিশ্বকাপের পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের পর আলোচনায় শোয়েবকে যে প্রশ্ন করা হয়েছিল, তার উত্তর না দিয়ে পাক পেসারদের নিয়ে কথা বলতে শুরু করেন। এই শোয়ের অ্যাঙ্কার শোয়েবকে বলেন, তিনি চাইলে শো ছেড়ে উঠে যেতে পারেন। এতেই চোটে যান রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। ইস্তফা দিয়ে চ্যানেল ছেড়ে বেড়িয়ে যান তিনি। শোয়েবকে অপমান করার জন্য তাঁর ভক্তরা সোচ্চার হয়েছিলেন। পাক ক্রিকেটমহল থেকেও পাশে দাঁড়িয়েছিলেন অনেকেই। কিন্তু নৈতিক সমর্থনও আইনি চাপ কমাতে পারছে না শোয়েবের।
এখন প্রশ্ন, পাকিস্তান টিভি যদি শোয়েবকে শো ছাড়তে বলে এত বড় আর্থিক ক্ষতির মুখে পড়ে, তা হলে অ্যাঙ্কার শোয়েবকে শো ছেড়ে চলে যাওয়ার কথা বলেন কি করে? অবস্থা যাই হোক না কেন, শোয়েব বড় আইনি সমস্যার মুখে। পিটিভির সঙ্গে চুক্তির ধরনের কারণেই। কেউ কেউ বলছেন, অপমানিত হওয়ার কারণে শোয়েব আখতার যদি শো ছেড়ে বেরিয়ে যান, তা হলে তিনিও তো উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারতেন পুরো ব্যাপারটা। চুক্তি ভেঙে বেরিয়ে এসে বরং নিজেরই চাপ বাড়িয়েছেন।
আরও পড়ুন : Kapil Dev : বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে বোর্ড-বিরাটদের তোপ কপিলের