Cheteshwar Pujara: মরসুমের তৃতীয় শতরান, স্বপ্নের ফর্মে চেতেশ্বর পূজারা

চলতি মরসুমে অনবদ্য ছন্দে রয়েছেন পূজারা। মাল্টি ডে ফরম্যাটেও নজর কেড়েছিলেন।

Cheteshwar Pujara: মরসুমের তৃতীয় শতরান, স্বপ্নের ফর্মে চেতেশ্বর পূজারা
শতরানের পর চেতেশ্বর পূজারা। Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Aug 24, 2022 | 7:30 AM

হোভ : টেস্ট স্পেশালিস্ট (Test specialist)। ভারতীয় ক্রিকেটে চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) পরিচিতি তাই। বরাবর রক্ষণাত্মক ব্যাটসম্যান হিসেবেই দেখা হয় পূজারাকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে স্কোয়াডে থাকলেও সুযোগ পেতেন না। দেশের হয়ে মাত্র ৫টি ওয়ান ডে খেলার সুযোগ পেয়েছেন। শেষ ওয়ান ডে ২০১৪ সালে। অথচ টেস্ট খেলেছেন ৯৬ টি। টেস্টেও তাঁর স্ট্রাইকরেট নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। সেই চেতেশ্বর পূজারাই কাউন্টি ক্রিকেটে ৫০ ওভারের ফরম্যাটে তাক লাগিয়ে দিচ্ছেন। ইতিমধ্যেই রয়্যাল লন্ডন কাপে তিনটি শতরান (Century) পূজারার। সব কটিই বিধ্বংসী ইনিংস। মিডলসেক্সের বিরুদ্ধে মাত্র ৭৫ বলে শতরান পূর্ণ করেন সাসেক্স অধিনায়ক। তাঁর ইনিংসের সৌজন্যে ৪০০ রান করল সাসেক্স।

সাসেক্সের হয়ে ওপেনার টপ অলসোপও অনবদ্য ইনিংস খেলেন। স্রোতের বিপরীতে আরও একটা চোখ ধাঁধানো ইনিংস ভারতের টেস্ট স্পেশালিস্ট চেতেশ্বর পূজারার। ১৭.২ ওভারে ৯৫ রানে ২ উইকেট হারায় সাসেক্স। চার নম্বরে ব্যাট হাতে নামেন পূজারা। অলসোপের সঙ্গে ২৪০ রানের বিধ্বংসী জুটি। চতুর্থ স্থানে ব্যাট করতে নামা পূজারা ৯০ বলে ১৩২ রনের ইনিংস খেলেন। এর মধ্যে ২০টি বাউন্ডারি। দুটি ওভার বাউন্ডারিও মেরেছেন। প্রায় ১৪৭-র স্ট্রাইকরেট। অলসোপ ১৫৫ বলে ১৮৯ রান করেন। ইনিংসের শেষ ২০ ওভারে ২৪৯ রান যোগ করে সাসেক্স। জবাবে মিডলসেক্স ৩৮.১ ওভারে মাত্র ২৪৩ রানেই গুটিয়ে যায়। ১৫৭ রানের বিশাল জয় সাসেক্সের। গ্রুপ সেরা হয়ে সেমি ফাইনালও নিশ্চিত করল সাসেক্স।

চলতি মরসুমে অনবদ্য ছন্দে রয়েছেন পূজারা। মাল্টি ডে ফরম্যাটেও নজর কেড়েছিলেন। ৫০ ওভারের ফরম্যাটেও তিনি এমন ইনিংস খেলতে পারেন, ভাবনার বাইরে। ক’দিন আগেই ওয়ারউইকশায়ারের বিরুদ্ধে ৭৯ বলে ১০৭ রানের ইনিংস খেলেন। লিস্ট এ ক্রিকেটে কেরিয়ারের সেরা ইনিংস খেলেন সারের বিরুদ্ধে। ১৭৪ রান করেছিলেন চেতেশ্বর পূজারা। রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপে শেষ পাঁচ ইনিংসে পূজারার স্কোর যথাক্রমে ১০৭, ১৭৪, ৪৯*, ৬৬ এবং এদিনের ১৩২।