Ravi Bishnoi ভিডিয়ো: নিজের বোলিংয়ে অবিশ্বাস্য ফ্লাইং ক্যাচ, রবিকে নিয়ে উচ্ছ্বাস
IPL 2024, Lucknow Super Giants vs Gujarat Titans: লখনউ দুর্দান্ত ছন্দে রয়েছে। আইপিএলে এই নিয়ে তাদের তৃতীয় মরসুম। প্রথম দু-বারই প্লে-অফে জায়গা করে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। এ বার আরও শক্তিশালী দেখাচ্ছে লোকেশ রাহুলের টিমকে। যদিও এ বারের শুরুটা হয়েছিল হার দিয়ে। ঘরের মাঠে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছিল লখনউ। অ্যাওয়ে ম্যাচও জিতেছে। ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে বিশাল রান করতে না পারায় একটা চাপ ছিল।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এমন অনেক ক্যাচই নজর কাড়ে। তবে কিছু ক্যাচ চোখ ছানাবড়াও করে দেয়। রবি বিষ্ণোইয়ের ক্যাচটা তেমনই। পরিস্থিতির নিরিখে খুবই গুরুত্বপূর্ণ। ফুটবলে যেমন হেড করার ক্ষেত্রে টাইমিং খুবই গুরুত্বপূর্ণ, এমন ক্যাচের ক্ষেত্রেও। একটু এদিক-ওদিক হলেই মিস। রবি বিষ্ণোইয়ের যদিও এমন হল না। ছো মেরে লুফে নিলেন বল। নিখুঁত টাইমিংয়ে ফেরালেন প্রতিপক্ষর ইমপ্যাক্ট প্লেয়ারকে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
লখনউ দুর্দান্ত ছন্দে রয়েছে। আইপিএলে এই নিয়ে তাদের তৃতীয় মরসুম। প্রথম দু-বারই প্লে-অফে জায়গা করে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। এ বার আরও শক্তিশালী দেখাচ্ছে লোকেশ রাহুলের টিমকে। যদিও এ বারের শুরুটা হয়েছিল হার দিয়ে। ঘরের মাঠে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছিল লখনউ। অ্যাওয়ে ম্যাচও জিতেছে। ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে বিশাল রান করতে না পারায় একটা চাপ ছিল।
বোর্ড রান কম থাকলে পার্থক্য গড়ে দিতে এমন কিছুই করতে হয়। রবি বিষ্ণোই যেটা করলেন। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামেন কেন উইলিয়ামসন। তাঁর দক্ষতা সম্পর্কে কোনও কিছুই অজানা নয়। উইলিয়ামসন ক্রিজে টিকে গেলে কঠিন পরিস্থিতি থেকেও ম্যাচ বের করে নেওয়ার ক্ষমতা রাখেন। বোলিং করছিলেন রবি বিষ্ণোই। একটা গুগলি।
𝗦𝗧𝗨𝗡𝗡𝗘𝗥 😲
Flying Bishoni ✈️
Ravi Bishnoi pulls off a stunning one-handed screamer to dismiss Kane Williamson 👏👏
Watch the match LIVE on @starsportsindia and @JioCinema 💻📱#TATAIPL | #LSGvGT pic.twitter.com/Le5qvauKbf
— IndianPremierLeague (@IPL) April 7, 2024
স্লো এবং ফ্লাইটে বিভ্রান্ত করেছিলেন উইলিয়ামসনকে। শেষ মুহূর্তে শট আটকাতে পারেননি। ভেবেছিলেন আম্পায়ারের উপর দিয়ে বল বেরিয়ে যাবে। ফলো থ্রু-তে অনবদ্য লাফ। ছো মেরে এক হাতে চোখ ধাঁধানো ক্যাচ। উইলিয়ামসন নিজেও অবাক সেই ক্যাচে। অবাক করার মতোই ক্যাচ রবির।