Jasprit Bumrah: ‘এই বুমরাকেই তো আমরা দেখতে চাই’, কামব্যাকের পর বলছেন রবি বিষ্ণোই
IND vs IRE: মূলত দ্বিতীয় সারির দল নিয়ে বুমরা আয়ার্ল্যান্ড গিয়েছেন। এর আগে ভারতীয় টিমের সহ-অধিনায়ক হিসেবে তাঁকে দেখা গিয়েছে। কিন্তু পুরোমাত্রায় নেতৃত্ব কেমন দেন বুমরা, সেটাও ছিল দেখার বিষয়। বোলার বুমরা এবং নেতা বুমরা দু'জনই মন ভরিয়ে দিয়েছেন।
ডাবলিন: ছন্দে ফিরতে কতটা সময় লাগতে পারে তাঁর? কতখানি ফিট তিনি? বিশ্বকাপের জন্য কি তৈরি? মূলত এই তিন প্রশ্নের খোঁজে ডাবলিনে চোখ রেখেছিলেন ভারতীয় ক্রিকেট ভক্তরা। দেশের মাঠে বিশ্বকাপ। যদি সাফল্যের মঞ্চে উঠতে হয়, যদি এক যুগ পর আবার বিশ্বকাপজয়ী হতে হয়, তা হলে কয়েকজন ক্রিকেটারকে কি ফ্যাক্টর হয়ে উঠতে হবে। যে তালিকায় নিশ্চিত ভাবেই রয়েছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। চোট তাঁর বরাবরের শত্রু। মূলত বোলিং অ্যাকশনের জন্যই বুমরা চোটপ্রবণ। অনেকেই এর আগে আশঙ্কা করেছেন, এমন বোলিং অ্যাকশন নিয়ে তিন ফর্ম্যাটে খেলার ধকল কি টানা নিতে পারবেন? তা যে পারেননি চোটে ১১ মাস মাঠের বাইরে থাকা প্রমাণ করে দিয়েছে। প্রত্যাবর্তন অনেক সময় চিন্তার চোরাবালিতে দাঁড়িয়ে থাকে। ১১ মাস পর বুমরার ২২ গজে ফেরা কিন্তু দুশ্চিন্তা মুক্ত করছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে সতীর্থরা কেমন দেখলেন বুমরাকে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
মূলত দ্বিতীয় সারির দল নিয়ে বুমরা আয়ার্ল্যান্ড গিয়েছেন। এর আগে ভারতীয় টিমের সহ-অধিনায়ক হিসেবে তাঁকে দেখা গিয়েছে। কিন্তু পুরোমাত্রায় নেতৃত্ব কেমন দেন বুমরা, সেটাও ছিল দেখার বিষয়। বোলার বুমরা এবং নেতা বুমরা দু’জনই মন ভরিয়ে দিয়েছেন। ৪ ওভার বল করে ২৪ রান দিয়েছেন টি-২০ ফর্ম্যাটে ইদানীং যা কৃপণ বোলিংই বলা যায়। খেয়েছেন তিনটে চার, ১টা ছয়। ১টা ওয়াইডও বেরিয়েছে তাঁর হাত থেকে। মোদ্দা কথা হল, বোলার বুমরা প্রত্যাবর্তন ম্যাচে হিট। প্রথম ওভার যখন বোলিং করতে আসেন হয়তো চাপা টেনশনে ভুগছিলেন। ফার্স্ট বলেই চার খান। তারপরই কিন্তু ছন্দে দেখা গিয়েছে তাঁকে। দ্বিতীয় বলে তুলে নেন উইকেট। ১১ মাস আগে বুমরা এমনই ধারাল ছিলেন। সব মিলিয়ে নিয়েছেন ২টি উইকেট।
বুমরারই মতো ২টি উইকেট নিয়েছেন লেগ স্পিনার রবি বিষ্ণোই। তিনি নিজের বোলিং নিয়ে যত না তৃপ্ত, বুমরাকে নিয়ে তার থেকে অনেক বেশি। তাঁর কথায়, ‘প্রায় ১১ মাস চোটের জন্য মাঠের বাইরে ছিল। প্রথম বলটাই পায়ের গোড়ায় করেছে। তারপর কিন্তু ওকে আর ধরে রাখা যায়নি। এই বুমরাকেই তো সবাই দেখতে চায়। প্রথম ৫ টা বলের পর দুরন্ত ছন্দে বোলিং করেছে বুমরা। ও কেমন বোলার সারা বিশ্ব জানে। ওর বোলিং দেখতে যে কারণে সবাই পছন্দ করে। ভালো লাগছে এটা ভেবে যে, বুমরা মাঠে ফিরে চেনা ছন্দেই নিজেকে তুলে ধরেছে।’
ডি-এল মেথডে ভারত শেষ পর্যন্ত ২ রানে জিতেছে প্রথম টি-২০ ম্যাচ। আয়ার্ল্যান্ডের টার্গেট তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটাররা চমৎকার ব্যাটিং করছিলেন। বৃষ্টিতে পুরো ম্যাচ না হওয়ায় কিছুটা হলেও হতাশ। বলছেন, ‘বৃষ্টিতে পুরো ম্যাচ না হওয়া কিছুটা হলেও দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। আমরা ম্যাচটা জেতার মতো জায়গাতেই দাঁড়িয়েছিলাম। আয়ার্ল্যান্ডের কন্ডিশনে টস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। যদি আয়ার্ল্যান্ড টসটা জিতত, তা হলে ওরাও কিন্তু অ্যাডভান্টেজে থাকত।’
আর নিজেকে নিয়ে বলছেন, ‘প্রতিপক্ষ যে-ই হোক, যে পিচেই খেলি না কেন, সব সময় আগ্রাসী বোলিং করার চেষ্টা করি। যাতে অতিরিক্ত উইকেট তুলতে পারি। ওয়েস্ট ইন্ডিজ সফরে আমি ছিলাম। টি-২০ সিরিজে মাত্র একটাই ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলাম। বাকি ম্যাচ না খেললেও নিজেকে সব সময় তৈরি রেখেছি। টিম প্রয়োজনে যদি খেলায়, যেন নিজের সেরাটা দিতে পারি।’
আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে এই টি-২০ সিরিজ আসলে ভারতীয় টিমের এশিয়ান গেমসের প্রস্তুতি। বুমরা না খেললেও, অনেকেই রয়েছেন এশিয়ান গেমসের টিমে। প্রথম ম্যাচ জেতায় ভারতীয় টিমের আত্মবিশ্বাস অনেকখানি বাড়ল, সন্দেহ নেই। এই ডাবলিনেই রবিবার সন্ধেয় দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ভারত। বুমরা আবার একবার ঝলক দেখাবেন। আর নতুন মুখেরা নিজেদের তৈরি করে নেবেন এশিয়ান গেমসের জন্য।