Virat Kohli-Gautam Gambhir HUG ভিডিয়ো: কোহলি-গম্ভীরের বিরাট চমক! বেঙ্গালুরুতে দুই কিংবদন্তির আলিঙ্গন

Royal Challengers Bengaluru vs Kolkata Knight Riders: বিরাট কোহলি ও গৌতম গম্ভীর আলিঙ্গন করছেন! এ দৃশ্য যেন কিছুতেই বিশ্বাস হয় না। ২০১৩ সালে কেকেআর ক্যাপ্টেন গৌতম গম্ভীর ও আরসিবি ক্যাপ্টেন বিরাট কোহলির সেই উত্তপ্ত বাক্য বিনিময় আজও অনেকের মনে গেঁথে রয়েছে। সেখানেই শেষ নয়। ২০১৬ সালের আইপিএলেও এমনটা হয়েছিল।

Virat Kohli-Gautam Gambhir HUG ভিডিয়ো: কোহলি-গম্ভীরের বিরাট চমক! বেঙ্গালুরুতে দুই কিংবদন্তির আলিঙ্গন
Image Credit source: Star Sports
Follow Us:
| Updated on: Mar 29, 2024 | 9:56 PM

এই দৃশ্যটার জন্য প্রস্তুত ছিলেন? অনেকেই হয়তো না। গত কয়েক দিন থেকেই মনে করা হচ্ছিল, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচে দেখা যাবে আরও এক দ্বৈরথ। বিরাট কোহলি বনাম গৌতম গম্ভীর। গত কয়েক বছর এমনটাই দেখে অভ্যস্ত ক্রিকেট প্রেমীরা। বেঙ্গালুরুতে কলকাতা টিম পৌঁছনোর পর থেকেই উত্তেজনার পারদ চড়তে থাকে। এমনকি ম্যাচের আগেও ঠান্ডা চাহনি দেখা গিয়েছিল বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের। তবে পরিস্থিতি হঠাৎই বদলে গেল!

বিরাট কোহলি ও গৌতম গম্ভীর আলিঙ্গন করছেন! এ দৃশ্য যেন কিছুতেই বিশ্বাস হয় না। ২০১৩ সালে কেকেআর ক্যাপ্টেন গৌতম গম্ভীর ও আরসিবি ক্যাপ্টেন বিরাট কোহলির সেই উত্তপ্ত বাক্য বিনিময় আজও অনেকের মনে গেঁথে রয়েছে। সেখানেই শেষ নয়। ২০১৬ সালের আইপিএলেও এমনটা হয়েছিল। যার প্রভাব পড়েছিল কিংবদন্তি গৌতম গম্ভীরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারেও। সাদা বলের ক্রিকেটে তিনি অটোমেটিক চয়েজ আর ছিলেন না। বিরাট টেস্ট নেতৃত্ব পাওয়ার পর মাত্র দুটি ম্যাচেই সুযোগ পেয়েছিলেন গম্ভীর।

আইপিএলের গত সংস্করণে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। বেঙ্গালুরুতে শেষ বলে ম্যাচ জিতে অতি উচ্ছ্বাসে ভেসেছিল লখনউ সুপার জায়ান্টস। গ্যালারির দিকে ঠোঁটে আঙুল ও গম্ভীরের সেই ‘সাইলেন্ট’ ইশারা, তাতিয়েছিল বিরাট কোহলিকে। ফিরতি ম্যাচে বিরাট কোহলি লখনউয়ে আরসিবি গ্যালারির দিকে ফ্লাইং কিস দিয়েছেন। ম্যাচ শেষে বিতর্কে জড়ান বিরাট ও গম্ভীর। এ বারও যেমন এরকম কিছুর আশঙ্কা করছিলেন ক্রিকেট প্রেমীরা। পরিবর্তে মিলল একটা সুন্দর দৃশ্য।

টস হেরে প্রথমে ব্যাট করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। স্ট্র্যাটেজিক টাইম আউটে মাঠে ঢুকেছিলেন কেকেআর মেন্টর গৌতম গম্ভীর। সে সময়ই বিরাটের সঙ্গে আলিঙ্গন। সকলেই এই দৃশ্য থেকে তৃপ্ত। এ বার কি তাহলে ঠান্ডা লড়াই মিটে গেল? ইডেনে কিন্তু আরসিবির ম্যাচ বাকি।