Virat Kohli: দুঃস্বপ্নের ২৩ এপ্রিল, একই দিনে তৃতীয় বার গোল্ডেন ডাক বিরাট!
RCB vs RR, IPL 2023: ২০২৩ আইপিএলে প্রথম বার গোল্ডেন ডাক হলেন বিরাট কোহলি। তবে আইপিএলে প্রথম নয়। ট্রেন্ট বোল্টের অনবদ্য বোলিংয়ের জবাব ছিল না বিরাটের কাছে। ম্যাচের প্রথম বলেই আউট হন তিনি।
বেঙ্গালুরু: ২০২৩ আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। টুর্নামেন্টের প্রথম ছয় ম্যাচে চারটি অর্ধশতরান করেছেন। একইসঙ্গে ফাফ ডুপ্লেসির চোট থাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। গত ম্যাচে আরসিবির হয়ে নেতৃত্ব দিয়েছিলেন। আজ, রবিবার রাজস্থান রয়্যালসের (RCB vs RR) বিরুদ্ধে চিন্নাস্বামীর মাঠে ১৪০৫ দিন পর টস করতে নামলেন বিরাট। আবেগী গ্যালারির দর্শকরা। আবেগের বুদবুদ মিলিয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। ২০২৩ আইপিএলে (IPL 2023) প্রথম বার গোল্ডেন ডাক হলেন বিরাট কোহলি। ম্যাচের প্রথম বলে ট্রেন্ট বোল্টের শিকার। ইতিহাস বলছে, ২৩ এপ্রিল দিনটি বিরাটের জন্য মোটেও পয়া নয়। এর আগে একই তারিখে আরও দু’বার গোল্ডেন ডাক হয়েছেন বিরাট। অর্থাৎ মোট তিন বার। ২৩ এপ্রিলের দুঃস্বপ্ন যেন কাটতেই চাইছে না বিরাটের। বিস্তারিত TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
এই নিয়ে আইপিএলে মোট ১০ বার শূন্য রানে ফিরলেন বিরাট। তার মধ্যে প্রথম বলে আউট হয়েছেন সাত বার। দিনটা যদি ২৩ এপ্রিল হয় তাহলে তো কথাই নেই। বিরাটের সঙ্গে দিনটির যেন বড় বিরোধ। ২০১২ সালে প্রথম বার এই দিনে আইপিএল ম্যাচ খেলেছিলেন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সেই ম্যাচে ১৬ বলে ১৬ রান করে আউট হন বিরাট।
- ২০১৩ সালে একই দিনে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৯ বলে ১১ রান করেন।
- ২০১৭ সালে কেকেআরের বিরুদ্ধে গোল্ডেন ডাক হন বিরাট।
- ২০২২ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২৩ এপ্রিল প্রথম বলে আউট হয়েছিলেন।
- দুর্ভাগ্য পিছু ছাড়ল না এ বছরও। ২০২৩ সাল মিলিয়ে তৃতীয় বার ২৩ এপ্রিল গোল্ডেন ডাক হলেন বিরাট।