IND vs ZIM: রিঙ্কু সিংয়ের তাণ্ডব, ঋতুর রাজ; জিম্বাবোয়ের বিরুদ্ধে সর্বাধিক স্কোরের রেকর্ড শুভমনদের

India Tour of Zimbabwe: জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে রিঙ্কু সিং, অভিষেক শর্মার ব্যাট চলেনি। দু'জনই শূন্যে আউট হয়েছিলেন। আজ যেন তাই তাঁরা সংকল্প করেই নেমেছিলেন, রানের বন্যা বইয়ে দেবেন। তাঁদের ব্যাটিংয়ে ঠিক তেমনটাই দেখা গেল।

IND vs ZIM: রিঙ্কু সিংয়ের তাণ্ডব, ঋতুর রাজ; জিম্বাবোয়ের বিরুদ্ধে সর্বাধিক স্কোরের রেকর্ড শুভমনদের
IND vs ZIM: রিঙ্কু সিংয়ের তাণ্ডব, ঋতুর রাজ; জিম্বাবোয়ের বিরুদ্ধে সর্বাধিক স্কোরের রেকর্ড শুভমনদেরImage Credit source: X
Follow Us:
| Updated on: Jul 07, 2024 | 6:32 PM

কলকাতা: হারারেতে হার দিয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু করেছে ভারত। কিন্তু ঘুরে দাঁড়াতে মরিয়া শুভমন গিলের দল। দ্বিতীয় টি-২০ ম্যাচে অভিষেক শর্মা সেঞ্চুরি হাঁকিয়েছেন। ক্যাপ্টেন শুভমন গিল ২ রানে ফিরেছেন। কিন্তু তাতেও ভারতের রানের পাহাড় গড়তে সমস্যা হয়নি। ব্যাটিং অর্ডারে প্রোমোশন পেয়ে রিঙ্কু সিং (Rinku Singh) তাণ্ডব চালিয়েছেন। আর ঋতুরাজ গায়কোয়াড়ও (Ruturaj Gaikwad) বিধ্বংসী ব্যাটিং করেছেন। তাঁর ৭৭ রানের অপরাজিত ইনিংস এবং রিঙ্কু সিংয়ের ৪৮ নট আউটের সুবাদে ভারত ২ উইকেটে ২৩৪ রান তুলেছে।

হারারেতে ঋতু-রিঙ্কুর রাজ, জিম্বাবোয়ের সামনে ২৩৫ রানের পাহাড়

জিম্বাবোয়ের বিরুদ্ধে এর আগে ভারতের সর্বাধিক রান ছিল ১৯৬। এ বার সেই রেকর্ড ভেঙে ফেললেন শুভমন গিলরা। টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন ভারত অধিনায়ক। প্রথম টি-২০ ম্যাচের টস জিতে ফিল্ডিং বেছেছিলেন গিল। রান তাড়া করে ভারত জিততে পারেনি ওই ম্যাচে। তাই আজ টস জিততেই প্রথমে ব্যাটিং করে রানের পাহাড় গড়তে চেয়েছিলেন গিল। ভারতীয় ক্রিকেটাররা তা করতে পেরেছেন।

দেশের হয়ে অভিষেক টি-২০ ম্যাচে অভিষেক শর্মা শূন্যে আউট হয়েছিলেন। আজ তিনি শতরান করেছেন। ৭টি চার ও ৮টি ছয় মারেন তিনি। তিনে নামা ঋতুরাজ গায়কোয়াড় ৪৭ বলে ৭৭ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন। তাঁর ইনিংস সাজানো ছিল ১১টি চার ও ১টি ছয় দিয়ে।  স্ট্রাইকরেট ২১২.৭৬। ওপেনার অভিষেক শর্মা আউট হতেই রিঙ্কু সিংকে নামান ক্যাপ্টেন শুভমন গিল। আর সেটাই কাজে লেগেছে। একেবারে মারকাটারি ছন্দে খেলতে থাকেন রিঙ্কু।

২২ বলে ৪৮ রানের অনবদ্য ইনিংস আলিগড়ের ছেলে রিঙ্কুর। ২১৮.১৮ স্ট্রাইকরেটে খেলে ২টি চার ও ৫টি ছয় মেরেছেন আলিগড়ের ছেলে। আজ জিম্বাবোয়ের হয়ে ১টি করে উইকেট পেয়েছেন ব্লেসিং মুজুরবানি ও ওয়েলিংটন মাসাকাদজা। এ বার দেখার সিকান্দার রাজার টিম ২৩৫ রানের টার্গেট পূরণ করতে পারে কিনা।