Sourav Ganguly: ওদের অবশ্যই দরকার… বিশ্বকাপে সৌরভের ‘অটোমেটিক চয়েস’ কোন দুই তারকা?
T20 World Cup 2024: দেশ-বিদেশের একাধিক প্রাক্তন ক্রিকেটার ইতিমধ্যেই জানিয়েছেন, তাঁদের মতে ভারতের টি-২০ বিশ্বকাপ স্কোয়াড কেমন হওয়া উচিত। এ বার দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় যিনি বর্তমানে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে রয়েছেন, তিনি জানিয়েছেন, তাঁর মতে দুই ক্রিকেটারকে অবশ্যই ভারতের বিশ্বকাপ স্কোয়াডে রাখতে হবে।
কলকাতা: আইপিএলের (IPL) ১৭তম মরসুম যত এগিয়ে চলেছে, টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারতের টিম কী হতে পারে, তা নিয়ে জানার আগ্রহ ক্রিকেট প্রেমীদের বাড়ছে। দেশ-বিদেশের একাধিক প্রাক্তন ক্রিকেটার ইতিমধ্যেই জানিয়েছেন, তাঁদের মতে ভারতের টি-২০ বিশ্বকাপ স্কোয়াড কেমন হওয়া উচিত। এ বার দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) যিনি বর্তমানে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে রয়েছেন, তিনি জানিয়েছেন, তাঁর মতে দুই ক্রিকেটারকে অবশ্যই ভারতের বিশ্বকাপ স্কোয়াডে রাখতে হবে। কারা তাঁরা?
আইপিএলের টিম দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের টিমের ২ ক্রিকেটারকে আসন্ন বিশ্বকাপের জন্য এগিয়ে রাখছেন তিনি। মহারাজ মনে করেন, এ বারের টি-২০ বিশ্বকাপে ঋষভ পন্থ ও অক্ষর প্যাটেলের জায়গা নিশ্চিত। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আজ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ম্যাচ রয়েছে। তার আগে সৌরভ বলেন, ‘অক্ষর প্যাটেল নিশ্চিত ভাবে বিশ্বকাপ টিমে থাকবে। আমার মতে ঋষভ ও অক্ষর দু’জনের জায়গাই টি-২০ বিশ্বকাপে নিশ্চিত। টি-টোয়েন্টি ফর্ম্যাটে যে ভাবে খেলা হচ্ছে তাতে রোহিত নিশ্চয়ই চাইবে আট নম্বরে একজন ব্যাটার নামুক। আর সে যদি ১৫-২০ রান করে দিতে পারে তা হলে সেটা দলের জন্য ভালো। আর অক্ষর সেই কাজটা অনায়াসেই করতে পারে। যদি স্পিনারদের বিরুদ্ধেও শট খেলতে হয়, তা হলে অক্ষর সেটাও পারবে।’
এখানেই থেমে না থেকে দিল্লির ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘অক্ষর এবং জাডেজা এক টিমে থাকার এটাই সুবিধা। ওরা দু’জনেই প্রতিভাবান এবং দক্ষ।’ অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে এগিয়ে রেখে সৌরভ জানিয়েছেন, টেস্ট ও টি-২০ দুই ফর্ম্যাটেই বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও তিনি (অক্ষর) পারদর্শী। মহারাজের কথায়, ‘ও একজন অসাধারণ ক্রিকেটার। টেস্টে ওর ব্যাটিং আমরা দেখেছি। চাপের মুখেও টার্নিং পিচে রান তুলতে পারে ও। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবেতেই পারদর্শী। ওর টি-২০ ক্রিকেটেও ব্যাটিংয়ের ক্ষমতা রয়েছে।’