AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs NZ: ওয়াংখেড়ে যেন গাব্বা! লাঞ্চের পর ভারতের চাই ৫৫, ভরসা সেই ঋষভ পন্থ…

Rishabh Pant: গত অস্ট্রেলিয়া সফরে ব্রিসবেনের গাব্বায় অনেকটা এমন পরিস্থিতিই তৈরি হয়েছিল। তারকারা নেই। ভাঙাচোরা দল নিয়ে সিরিজ জেতার স্বপ্ন দেখছিল ভারত। উল্টোদিক থেকে উইকেট পড়ায় আতঙ্কের পরিস্থিতি। ভরসা হয়ে উঠেছিলেন এমন এক প্লেয়ার যিনি কোনও নিয়ম মেনে শট খেলেন না।

IND vs NZ: ওয়াংখেড়ে যেন গাব্বা! লাঞ্চের পর ভারতের চাই ৫৫, ভরসা সেই ঋষভ পন্থ...
IND vs NZ: ওয়াংখেড়ে যেন গাব্বা! লাঞ্চের পর ভারতের চাই ৫৫, ভরসা সেই ঋষভ পন্থ...Image Credit: PTI
| Updated on: Nov 03, 2024 | 12:08 PM
Share

কলকাতা: কিউয়িদের বিরুদ্ধে ক্লিনসুইপ এড়ানোর জন্য তৃতীয় দিন লাঞ্চের পর ভারতের টার্গেট ৫৫। রবি-সকালে নিউজিল্যান্ডের (New Zealand) শেষ উইকেটটি তুলে নেন রবীন্দ্র জাডেজা। এরপর ভারতের মুম্বই টেস্ট জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ১৪৭। এই টার্গেট ভারতের কাছে পাহাড় প্রমাণ ঠেকছিল। শুরুতেই ব্যাটিং বিপর্যয় হয়। তাসের ঘরের মতো ভারতের ব্যাটিং লাইন আপ ভেঙে পড়ে। তৃতীয় দিনের খেলার প্রথম এক ঘণ্টার মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া (Team India)। এরপর ভারতের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন ঋষভ পন্থ (Rishabh Pant)।

রোহিত, শুভমন, বিরাট, যশস্বী ও সরফরাজ আউট হওয়ার পর ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাডেজার সঙ্গে ৪২ রানের পার্টনারশিপ গড়েন ঋষভ পন্থ। এরপর সপ্তম উইকেটে ওয়াশিংটন সুন্দরের সঙ্গে জুটি বাঁধেন পন্থ। লাঞ্চ বিরতিতে যাওয়া অবধি এই জুটিতে উঠেছে ২১ রান। ভারতের দ্বিতীয় ইনিংসের ২০ ওভারের খেলা হয়েছে। দুরন্ত ছন্দে থাকা ঋষভ প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও হাফসেঞ্চুরি করেছেন। ৪৮ বলে অর্ধশতরান পন্থের। ২০তম ওভারে তৃতীয় ও চতুর্থ বলে চার মারার পর তাঁর হাফসেঞ্চুরি পূরণ হয়। লাঞ্চে যাওয়ার আগে ৬ উইকেট হারিয়ে ৯২ রান তুলেছে টিম ইন্ডিয়া। জয়ের জন্য এরপর ভারতকে আর তুলতে হবে ৫৫ রান। পন্থ হয়তো এ বার ওয়াংখেড়েকে গাব্বা বানানোর লক্ষ্য নিয়ে মাঠে ফিরবেন। ৫৩ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে গিয়েছেন পন্থ। সুন্দর নট আউট ৬ রানে।

গত অস্ট্রেলিয়া সফরে ব্রিসবেনের গাব্বায় অনেকটা এমন পরিস্থিতিই তৈরি হয়েছিল। তারকারা নেই। ভাঙাচোরা দল নিয়ে সিরিজ জেতার স্বপ্ন দেখছিল ভারত। উল্টোদিক থেকে উইকেট পড়ায় আতঙ্কের পরিস্থিতি। ভরসা হয়ে উঠেছিলেন এমন এক প্লেয়ার যিনি কোনও নিয়ম মেনে শট খেলেন না। সেখানে তেমনই প্রয়োজন ছিল। বোলারদের সঙ্গে ধৈর্য এবং স্নায়ুর চাপের পরীক্ষা। প্রতিটা ডেলিভারিতেই কঠিন প্রশ্ন। উদ্ভট কিছু তাক লাগিয়ে দেওয়া শট। অবশেষে গাব্বায় উড়েছিল ভারতের পতাকা। সেটা ছিল সিরিজ জেতানোর মুহূর্ত। এ বার টেস্ট ইতিহাসে দেশের সবচয়ে বড় লজ্জা আটকানোর লড়াইয়ে পন্থ। সঙ্গ কে দিতে পারবেন, তিনিও এই লড়াই জিততে এবং জেতাতে পারবেন কিনা, প্রত্যাশার চাপ নিয়েই লাঞ্চে ক্রাইসিসম্যান ঋষভ পন্থ।