WTC Final 2023 : ওভালে নজরে রোহিত বনাম কামিন্স, WTC ফাইনাল যে কারণে দু’জনের কাছে স্পেশাল…

Rohit Sharma vs Pat Cummins: প্যাট কামিন্স ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মার চেয়ে দ্বিগুণেরও বেশি ম্যাচে অধিনায়কত্ব করেছেন। রোহিত এখনও পর্যন্ত ৬টি টেস্টে ভারতের হয়ে অধিনায়কত্ব করেছেন। আর কামিন্স ১৫টি টেস্টে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দিয়েছেন।

WTC Final 2023 : ওভালে নজরে রোহিত বনাম কামিন্স, WTC ফাইনাল যে কারণে দু'জনের কাছে স্পেশাল...
ওভালে নজরে রোহিত বনাম কামিন্স, WTC ফাইনাল যে কারণে দু'জনের কাছে স্পেশাল...Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 05, 2023 | 12:36 PM

নয়াদিল্লি: এমনটা খুব কমই হয় যখন দুই দলের অধিনায়ক একই ম্যাচে কোনও বড় কিছু অর্জন করে। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final) তেমনই কিছু ঘটতে দেখা যাবে। দুই দলই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য শেষ বেলার প্রস্তুতিতে মগ্ন। ওভালে ৭ জুন শুরু হবে বিশ্ব টেস্ট ফাইনাল। সেই মেগা ফাইনালে ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) মাঠে নামলেই একটি কৃতিত্ব অর্জন করবেন। আসলে দুই অধিনায়ককেই এক রেকর্ড গড়তে দেখা যাবে। কী সেই রেকর্ড? বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ওভালে কোন রেকর্ড গড়তে চলেছেন রোহিত শর্মা ও প্যাট কামিন্স?

৭ জুন শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ১১ জুন অবধি লন্ডনের ওভালে অনুষ্ঠিত হবে আইসিসির এই মেগা ফাইনাল। এই ফাইনাল ম্যাচের জন্য ১২ জুন রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে। আসলে আইসিসির এই বড় ইভেন্টটিতে রোহিত শর্মা এবং প্যাট কামিন্স দু’জনেই এক বিরাট কীর্তি গড়তে চলেছেন। ভারত ও অস্ট্রেলিয়ার অধিনায়কদের এই রেকর্ড তাঁদের টেস্ট ম্যাচের সঙ্গে সম্পর্কিত। আসলে, WTC ফাইনাল হবে রোহিত এবং কামিন্স উভয়ের কেরিয়ারের ৫০তম টেস্ট ম্যাচ।

এখনও পর্যন্ত ৪৯টি টেস্টে খেলে প্যাট কামিন্স ২১৭টি উইকেট নেওয়ার পাশাপাশি ৯২৪ রান করেছেন। একই সময়ে, সম সংখ্যক টেস্ট ম্যাচে ব্যাট হাতে ৩৩৭৯ রান করেছেন রোহিত শর্মা। নিয়েছেন ২ উইকেট। এই ৪৯ টেস্টে রোহিতের নামে রয়েছে ১টি ডাবল সেঞ্চুরি, ৯টি সেঞ্চুরি ও ১৪টি হাফ সেঞ্চুরি।

রোহিত বনাম কামিন্স, টেস্ট অধিনায়কত্বের পরিসংখ্যান

তাঁদের দু’জনের সামনেই ৫০তম টেস্ট হতে চলেছে WTC-এর ফাইনাল। প্যাট কামিন্স ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মার চেয়ে দ্বিগুণেরও বেশি ম্যাচে অধিনায়কত্ব করেছেন। রোহিত এখনও পর্যন্ত ৬টি টেস্টে ভারতের হয়ে অধিনায়কত্ব করেছেন। আর কামিন্স ১৫টি টেস্টে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দিয়েছেন। রোহিত যে ৬টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন তার মধ্যে ভারত ৪টিতে জিতেছে, ১টিতে হেরেছে এবং ১টি ড্র। অন্যদিকে, প্যাট কামিন্স এখন পর্যন্ত যে ১৫টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন, তার মধ্যে অস্ট্রেলিয়া ৮টি জিতেছে, ৩টি হেরেছে এবং ৪টি ড্র।

রোহিত ও কামিন্সের মধ্যে কেরিয়ারের ৫০তম টেস্টে যিনি জিতবেন তিনি হবেন চ্যাম্পিয়ন

WTC এর ফাইনাল হবে ওভালের মাটিতে। ইংল্যান্ডের এই মাঠে অস্ট্রেলিয়ার বর্তমান পেস আক্রমণের মধ্যে সবচেয়ে সফল কামিন্স। তিনি এখানে অতীতে নিয়েছেন ৬ উইকেট। একইসঙ্গে বিদেশের মাটিতে রোহিত শর্মার প্রথম সেঞ্চুরি ওভালেই। অর্থাৎ এই মাঠে দুই অধিনায়কেরই স্মৃতি ভালো। এখন দেখার ৫০তম টেস্ট ম্যাচে কার পারফরম্যান্স সেরা হয়।