Rohit Sharma: অনুরোধ শোনেননি দ্রাবিড়, আবেগী রোহিত বললেন, ‘আমি চেষ্টা করেছিলাম…’
Rahul Dravid: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারতের যাত্রা শুরুর আগে টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন, এটাই তাঁর শেষ অ্যাসাইনমেন্ট। এ বার ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা কোচ দ্রাবিড়ের বিদায়বেলায় আবেগী হয়ে পড়েছেন।
কলকাতা: আর মাত্র কয়েকটা দিন, তার পর বদলে যাবে টিম ইন্ডিয়ার (Team India) হেড কোচ। এতদিন শোনা যাচ্ছিল বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড় আর রোহিত-বিরাটদের কোচ থাকছেন না। এ বার টিম ইন্ডিয়ার বিশ্বকাপ সফর শুরুর আগে রাহুল দ্রাবিড় নিজেই জানালেন, তিনি আর ভারতের হেড কোচের দায়িত্বে থাকবেন না। টি-২০ বিশ্বকাপেই শেষ বার ভারতীয় টিমকে কোচিং করাচ্ছেন তিনি। দ্রাবিড়ের এ কথা বলার একদিন পরই ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এই বিষয়ে নিজের মনের অবস্থা জানিয়েছেন। দ্রাবিড় ভারতের কোচের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন, এই পরিস্থিতিতে আবেগী হয়ে পড়েছেন হিটম্যান।
রাহুল দ্রাবিড়কে ফেয়ারওয়েল দেওয়া হবে? এই প্রশ্নের উত্তরে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘আমি তাঁকে থেকে যাওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করেছিলাম। তবে তাঁর নিজেরও অনেক বিষয় রয়েছে যেগুলোর খেয়াল রাখতে হবে। তবে এটা অবশ্যই বলব যে ব্যক্তিগত ভাবে তাঁর সঙ্গে সময়টা আমি বেশ উপভোগ করেছি। আমি নিশ্চিত যে, বাকিরাও একই কথা বলবে। তাঁর সঙ্গে কাজ করে দারুণ লেগেছে। আমি এর বেশি কিছু বলতে চাই না।’
টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচের আগে রোহিত ফিরে গিয়েছিলেন অতীতে। তিনি বলেন, ‘আমার আয়ারল্যান্ডে যখন ডেবিউ হয়েছিল, তিনি তখন আমার প্রথম আন্তর্জাতিক ক্যাপ্টেন ছিল। টেস্টেও তিনি যখন ক্যাপ্টেন ছিলেন, সেই সময় আমি দলে এসেছিলাম। তিনি আমাদের সকলের কাছেই বড় আদর্শ। তাঁকে খেলতে দেখে বড় হয়েছি। তিনি কী অর্জন করেছেন, তা আমরা দেখেছি। দল যখনই চাপে থাকত, তিনি উদ্ধারকর্তা হতেন। তাঁর কেরিয়ার জুড়ে দৃঢ় সংকল্প দেখিয়েছেন। কোচ হিসেবে তাঁকে কাছে পাওয়ার পর আমি অনেক কিছু শিখতে পেরেছি।’