Rohit Sharma-Traffic Rule: মুম্বই-পুনে হাইওয়েতে ‘হাই স্ট্রাইকরেট!’ তিন বার কেস খেলেন রোহিত শর্মা
ICC World Cup 2023, Rohit Sharma: ব্যাটে দারুণ ভাবে বল আসবে, তিনিও শট খেলবেন। এমনটাই পছন্দ রোহিত শর্মার। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য হিট-ম্যান নামেই পরিচিত। ওয়ান ডে ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে তাঁর। গাড়ি নিয়ে এমনই গতিতে ক্ষতি হল। আমেদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের পর মাঝে বেশ কয়েক দিনের গ্যাপ। আগামী কাল পুনেতে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ। মাঝের সময়টা মানসিক ভাবে আরও একটু তরতাজা হতে মুম্বই ফিরেছিলেন রোহিত শর্মা।
পুনে: রোহিত শর্মা কতটা বিধ্বংসী ব্যাটার? এটা কোনও প্রশ্ন হল। সাদা-বলের ক্রিকেটই হোক কিংবা লাল বল। শট খেলতে দ্বিধা বোধ করেন না। প্রথম বল থেকেই চালিয়ে খেলার অভ্যেস। তাঁর স্ট্রাইকরেট সবসময়ই বোলারদের আতঙ্কের কারণ। এ বারের বিশ্বকাপে প্রথম ম্যাচেই শুধু ব্যর্থ হয়েছিলেন। আফগানিস্তানের বিরুদ্ধে বিধ্বংসী সেঞ্চুরি। গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মারকাটারি ব্যাটিং রোহিতের। ক্রিকেট পিচের মতো মুম্বই-পুনে হাইওয়েতেও হাই স্ট্রাইকরেট রোহিতের। আরে এতেই কেস খেলেন। তাও এক বার নয়। তিন তিন বার! কী হয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মার? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ব্যাটে দারুণ ভাবে বল আসবে, তিনিও শট খেলবেন। এমনটাই পছন্দ রোহিত শর্মার। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য হিট-ম্যান নামেই পরিচিত। ওয়ান ডে ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে তাঁর। গাড়ি নিয়ে এমনই গতিতে ক্ষতি হল। আমেদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের পর মাঝে বেশ কয়েক দিনের গ্যাপ। আগামী কাল পুনেতে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ। মাঝের সময়টা মানসিক ভাবে আরও একটু তরতাজা হতে মুম্বই ফিরেছিলেন রোহিত শর্মা। মুম্বই থেকে গাড়িতে পুনে আসেন টিমের সঙ্গে যোগ দিতে। আসার পথেই তিন বার ট্রাফিক নিয়ম ভাঙার জন্য চালান কাটা হল রোহিতের!
পুনে মিররের খবর অনুযায়ী, মুম্বই-পুনে হাইওয়েতে ২০০কিমি/ঘণ্টায় গাড়ি চালিয়েছেন রোহিত! এমনকি বেশ কয়েক বার গতি ছুঁয়েছে ২১৫কিমি/ঘণ্টা! ট্রাফিক আইন ভাঙার জন্য তিন বার তাঁর চালান কাটা হয়েছে বলেই খবর। পুনে মিররের দাবি, ট্রাফিক বিভাগ যথেষ্ঠ চিন্তায় ছিল। বিশ্বকাপ চলছে। মুম্বই-পুনে হাইওয়ে সব সময়ই ব্যস্ত। এর মধ্যে ভারত অধিনায়ক যে গতিতে গাড়ি চালিয়েছেন তাতে যে কোনওরকম বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারত। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অধিনায়ককে পরামর্শ দেওয়া হয়েছে, তিনি যেন টিম বাসে এবং নিরাপত্তা নিয়েই যাতায়াত করেন।
রোহিতের এই খবর প্রকাশ্যে আসতে চিন্তায় পড়ে যান ভারতীয় ক্রিকেট প্রেমীরাও। গত বছরের শেষ দিকে গুরুতর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের সঙ্গে এমন কিছু না হোক, সেটাই প্রার্থনা ভারতীয় ক্রিকেট অনুরাগীদের।