IND vs BAN, ICC World Cup: বিরাটকে স্লেজিং করতে এত ভয় কেন পান মুশফিকুর?
বিশ্বকাপে (ICC World Cup) আগামিকাল ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) ম্যাচ। পুনের মাঠ থেকে দুই পয়েন্ট আসবে কোন টিমের ঝুলিতে? জানতে হলে নজর রাখতে হবে আগামিকালের ম্যাচে। একদিকে জয়ের হ্যাটট্রিকের পর মেন ইন ব্লু ফুরফুরে মেজাজে রয়েছে। অন্যদিকে বাংলাদেশ শিবিরে কার্যত থমথমে পরিবেশ। জোড়া হার নাড়িয়ে দিয়েছে টাইগার্সদের।
পুনে: বাঙালি মেতে উঠেছে দুর্গাপুজোয়। উৎসবের আমেজের মাঝেই চলছে আইসিসির মেগা ইভেন্ট। বিশ্বকাপে (ICC World Cup) আগামিকাল ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) ম্যাচ। পুনের মাঠ থেকে দুই পয়েন্ট আসবে কোন টিমের ঝুলিতে? জানতে হলে নজর রাখতে হবে আগামিকালের ম্যাচে। একদিকে জয়ের হ্যাটট্রিকের পর মেন ইন ব্লু ফুরফুরে মেজাজে রয়েছে। অন্যদিকে বাংলাদেশ শিবিরে কার্যত থমথমে পরিবেশ। জোড়া হার নাড়িয়ে দিয়েছে টাইগার্সদের। এই পরিস্থিতিতে বাইশ গজে দুরন্ত ছন্দে থাকা ভারতকে হারানো খুব সহজ হবে না বাংলাদেশের। এরই মাঝে বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলে বাংলাদেশের উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিম জানিয়েছেন, বিরাট কোহলিকে (Virat Kohli) স্লেজিংয়ের কথা ভাবেনই না তিনি। কেন জানেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
২২ গজে স্লেজিং কোনও বিস্ময়কর ঘটনা নয়। একাধিক ম্যাচে দেখা যায় ক্রিকেটাররা একে অপরকে স্লেজিং করছেন। অনেক সময় এই স্লেজিং মারাত্মক আকারও নেয়। ভারত-বাংলাদেশ ম্যাচের আগে টাইগার্সদের উইকেট কিপার ব্যাটার মুশফিকুর অবশ্য বলে দিয়েছেন, তিনি বিরাট কোহলিকে কখনও স্লেজিং করেন না। তার কারণও ব্যখ্যা করেছেন মুশফিকুর। তাঁর কথায়, ‘বিশ্বের কিছু ব্যাটার স্লেজিং পছন্দ করে। সেটা ওদের তাতিয়ে দেয়। তাই আমি কখনও বিরাটকে স্লেজিং করি না। কারণ সেটা করলে ও অনেক বেশি তেতে ওঠে। আমি বরং সব সময় বোলারদের বলি ওর উইকেট যত তাড়াতাড়ি সম্ভব তুলে নিতে।’
মুশফিকুর যতই বিরাটকে স্লেজিং না করুন, কোহলি তাঁকে ছাড়েন না। বাংলাদেশের উইকেট কিপার ব্যাটারের কথায়, ‘আমি যখনই ওর বিরুদ্ধে খেলি, ব্যাট করতে যাই, ও আমাকে স্লেজ করার চেষ্টা করে। কারণ ও সত্যিই একজন দারুণ প্রতিযোগী। ও কোনও ম্যাচ হারতে চায় না। আমি ওর বিরুদ্ধে খেলা এবং ভারতের বিরুদ্ধে চ্যালেঞ্জের মোকাবিলা করা পছন্দ করি।’
আপাতত, ৩ ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের লিগ টেবলের শীর্ষে রয়েছে রোহিত শর্মার ভারত। অন্যদিকে ৩ ম্যাচের মধ্যে ১টি জয় ও ২টি হারের পর ২ পয়েন্ট নিয়ে আপাতত ৭ নম্বরে রয়েছে সাকিব আল হাসানের বাংলাদেশ।