Rohit Sharma: ‘বিশ্বকাপে শর্মা আর কোহলি বল করবে’, হিটম্যানের অবাক করা মন্তব্যে হাসির রোল!
এশিয়া কাপের (Asia Cup 2023) জন্য ভারতীয় দল ঘোষণা হয়ে গিয়েছে। তারপর টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং নির্বাচক প্রধান অজিত আগরকর প্রেস কনফারেন্স করেন। তাতে একাধিক বিষয় অতি সহজ সরল ভাবে ব্যাখা করেন রোহিত এবং অজিত।
নয়াদিল্লি: আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2023) জন্য ভারতীয় দল ঘোষণা হয়ে গিয়েছে। তারপর টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং নির্বাচক প্রধান অজিত আগরকর প্রেস কনফারেন্স করেন। তাতে একাধিক বিষয় অতি সহজ সরল ভাবে ব্যাখা করেন রোহিত এবং অজিত। এশিয়া কাপের দল ঘোষণার পর একাধিক প্রশ্নের উত্তর দিতে হয় তাঁদের। সেখানেই রোহিতকে বলা হয়, ২০১১ সালের বিশ্বকাপ স্কোয়াডে বর্তমানের ভারতীয় স্কোয়াড থেকে বেশি ভালো পার্ট-টাইম বোলার ছিলেন। এই নিয়ে রোহিত তাঁর মতামত জানান। একইসঙ্গে তিনি বলেন, ‘বিশ্বকাপে শর্মা আর কোহলি বল করবে’। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ভারত অধিনায়ক রোহিত শর্মা অতীতে বোলার ছিলেন। সেখান থেকে ব্য়াটার হয়েছেন। বিরাট কোহলি অনূর্ধ্ব-১৯ এবং জাতীয় দলে শুরুর দিকে নিয়মিত বোলিং করতেন। গত এশিয়া কাপে কোহলি বল করেছিলেন এক ওভার। তবে রোহিত শেষ কবে বোলিং করেছেন তা তিনি নিজেও হয়তো ভুলে গিয়েছেন। বর্তমানে ভারতের টপ অর্ডারের ব্যাটাররা কেউ বল করেন না। ২০১১ সালের দলের সঙ্গে এটা একটা বড় পার্থক্য। ওই দলে থাকা সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেওয়াগ, যুবরাজ সিং ও সুরেশ রায়নারা বল করতেন।
💬 “Hopefully Sharma and Kohli can roll some arm over in the World Cup” 😃#TeamIndia captain Rohit Sharma at his inimitable best! 👌#AsiaCup2023 | @imRo45 pic.twitter.com/v1KKvOLcnq
— BCCI (@BCCI) August 21, 2023
এ কথা কেউ অস্বীকার করতে পারেন না যে, ২০১১ সালে টিমের অনেকে ব্যাট আর বল দুইই করতে পারতেন। তেমনটা অবশ্য ভারতের বর্তমান স্কোয়াডে নেই। এ কথা একদিকে স্বীকার করেছেন রোহিত। এবং অন্যদিকে মজা করে তাঁর ও বিরাটের আসন্ন বিশ্বকাপে বল করা নিয়েও বলেছেন। তাঁর কথায়, ‘হাতে যেমন প্লেয়ার থাকে আসলে সেই মতো ভাবতে হয়, এগোতে হয়। কাউকে হঠাৎ করে বোলার কিংবা ব্যাটার করে দেওয়া যায় না। আশা করি বিশ্বকাপে রোহিত আর বিরাট কয়েক ওভার বল করবে!’ রোহিতের এই ক’টা কথা বলার পরই প্রেস কনফারেন্সের রুমে ওঠে হাসির রোল।