Rohit Sharma: তেইশের বিশ্বকাপে ব্যাটার রোহিতের সফর শেষ, ফাইনালে গড়লেন যে রেকর্ড

IND vs AUS, ICC World Cup 2023: নীলসমুদ্রে ভেসেছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। টস হেরে প্রথমে ব্যাটিং করছে টিম ইন্ডিয়া (Team India)। ফাইনালে শুরু থেকেই অজি বোলারদের শাসন করার কাজ নিজের কাঁধে নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ধীরে ধীরে হিট হচ্ছিল হিটম্যানের ব্যাট। কিন্তু ৯.৪ ওভারে ঘটল অঘটন।

Rohit Sharma: তেইশের বিশ্বকাপে ব্যাটার রোহিতের সফর শেষ, ফাইনালে গড়লেন যে রেকর্ড
Rohit Sharma: তেইশের বিশ্বকাপে ব্যাটার রোহিতের সফর শেষ, ফাইনালে গড়লেন যে রেকর্ডImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Nov 19, 2023 | 4:36 PM

আমেদাবাদ: বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে চলছে বিশ্বকাপ ফাইনাল (ICC World Cup 2023 Final)। নীলসমুদ্রে ভেসেছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। টস হেরে প্রথমে ব্যাটিং করছে টিম ইন্ডিয়া (Team India)। ফাইনালে শুরু থেকেই অজি বোলারদের শাসন করার কাজ নিজের কাঁধে নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ধীরে ধীরে হিট হচ্ছিল হিটম্যানের ব্যাট। কিন্তু ৯.৪ ওভারে ঘটল অঘটন। গ্লেন ম্যাক্সওয়েলের বলে রোহিত ঠিকঠাকই শট খেলেছিলেন। কিন্তু ১১ মিটার দৌড়ে অনবদ্য ক্যাচ নেন ট্রাভিস হেড। যার ফলে ৩১ বলে ৪৭ রান করে অবশ্য মাঠ ছাড়েন রোহিত। হিটম্যানের এই ইনিংসে এল ৪টি চার ও ৩টি ছয়। রোহিত আউট হতেই ভারতীয় সমর্থকরা স্নায়ুর চাপ ধরে রাখতে পারলেন না। মুহূর্তের মধ্যে আমেদাবাদের গ্যালারি ‘চুপ’ হয়ে গেল। এরই মাঝে ফাইনালে রেকর্ড গড়ে সফর শেষ করলেন ব্যাটার রোহিত শর্মা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এ বারের বিশ্বকাপে ১১ ম্যাচে ৫৯৭ রান করে থামলেন রোহিত শর্মা। ওডিআই বিশ্বকাপের এক মরসুমে সবচেয়ে বেশি রান করা অধিনায়ক এখন রোহিত শর্মাই। ২০১৯ সালে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ৫৭৮ রান করেছিলেন। তেইশের বিশ্বকাপে উইলিয়ামসনের সেই রেকর্ড ভাঙলেন ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা।

ICC World Cup 2023 Final, IND vs AUS ম্যাচের লাইভব্লগের জন্য ক্লিক করুন এখানে – IND vs AUS, CWC Liveblog

এক ঝলকে দেখে নিন এ বারের বিশ্বকাপে ব্যাটার হিসেবে যে সকল রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা —

  1. গ্রুপ পর্বে ৯টি, সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে মোট ১১ ম্যাচে ৫৯৭ রান।
  2. ১১ ম্যাচে গড় ৫৪.২৭। স্ট্রাইকরেট ১২৫.৯৪।
  3. বিশ্বকাপের এক মরসুমে সবচেয়ে বেশি ছয় (৩১টি)।
  4. বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ছয়।
  5. বিশ্বকাপের এক মরসুমে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান করেছেন।
  6. বিশ্বকাপের এক মরসুমে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ছয়।
  7. ওডিআই বিশ্বকাপের এক মরসুমে দ্বিতীয় সর্বাধিক স্ট্রাইকরেট।
  8. পাওয়ার প্লে-তে ৪০১ রান। স্ট্রাইকরেট ১৩৫।
  9. বিরাট কোহলির পর ওডিআই বিশ্বকাপে ২৫০০ এর বেশি রান করা দ্বিতীয় ব্যাটার হলেন রোহিত।