Shane Warne: সচিন থেকে লারা, ওয়ার্ন প্রয়াণে মুহ্যমান ক্রিকেট

অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে ওয়ার্নের অবদান উজ্জ্বল নক্ষত্রের মতো হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ক্রিকেটমহলে। বন্ধু হারানোর শোকে বিহ্বল রিকি পন্টিং। শোকাহত সচিন তেন্ডুলকরও। ওয়ার্ন চলে গেলেন। কিন্তু রেখে গেলেন অনেক মণিমুক্ত। শেন ওয়ার্ন ক্রিকেটবিশ্বের এক অধ্যায় হয়ে থাকবেন।

Shane Warne: সচিন থেকে লারা, ওয়ার্ন প্রয়াণে মুহ্যমান ক্রিকেট
হঠাৎ কেই ওয়ার্নের মৃত্যু নিয়ে প্রশ্ন। Pics Courtesy: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 04, 2022 | 9:19 PM

কলকাতা: ওয়ার্নের মৃত্যুতে হতবাক ক্রিকেটবিশ্ব। শুক্রবারের সন্ধ্যা আচমকাই বয়ে আনল দুঃসংবাদ। ৫২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার। ওয়ার্নের স্পিনে ক্রিকেটে রচিত হয়েছিল এক মহাকাব্য। ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৬০০ উইকেট নেওয়ার নজির ছিল ওয়ার্নের। মাঠে আর মাঠের বাইরে, ওয়ার্ন এক বর্ণময় চরিত্র। বিতর্কে জড়িয়েছেন, আবার মাঠে নেমে পারফর্মও করেছেন। মাথা উঁচু করেই ২২ গজ ছেড়েছিলেন। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে ওয়ার্নের অবদান উজ্জ্বল নক্ষত্রের মতো হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ক্রিকেটমহলে। বন্ধু হারানোর শোকে বিহ্বল রিকি পন্টিং। শোকাহত সচিন তেন্ডুলকরও। ওয়ার্ন চলে গেলেন। কিন্তু রেখে গেলেন অনেক মণিমুক্ত। শেন ওয়ার্ন ক্রিকেটবিশ্বের এক অধ্যায় হয়ে থাকবেন।

সচিন থেকে লারা, পন্টিং থেকে আক্রম- শোকাহত প্রত্যেকে। শেন ওয়ার্ন ক্রিকেট দুনিয়ার এক বর্ণময় চরিত্র। ড্রেসিংরুমে সতীর্থদের মাতিয়ে রাখতেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেটদুনিয়ায়।

আরও পড়ুন: Shane Warne: চলে গেলেন ক্রিকেটের বরপুত্র শেন ওয়ার্ন