স্মিথকে থামানোর টোটকা সচিনের

স্টিভ স্মিথের বিরুদ্ধে যদি সাফল্য পেতে হয়, ভারতীয় পেসারদের পাঁচ নম্বর স্টাম্পটা 'টার্গেট' করতে হবে। এমনই পরামর্শ দিচ্ছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে যা যা বললেন সচিন...

স্মিথকে থামানোর টোটকা সচিনের
স্টিভ স্মিথের বিরুদ্ধে যদি সাফল্য পেতে হয়, ভারতীয় পেসারদের পাঁচ নম্বর স্টাম্পটা 'টার্গেট' করতে হবে। এমনই পরামর্শ দিচ্ছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে যা যা বললেন সচিন... ছবি সৌজন্যে - টুইটার
Follow Us:
| Updated on: Nov 24, 2020 | 10:38 AM

TV9 বাংলা ডিজিটাল

স্টিভ স্মিথের বিরুদ্ধে যদি সাফল্য পেতে হয়, ভারতীয় পেসারদের পাঁচ নম্বর স্টাম্পটা ‘টার্গেট’ করতে হবে। এমনই পরামর্শ দিচ্ছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে যা যা বললেন সচিন…

স্মিথের বিরুদ্ধে ছক স্মিথের (Steve Smith) টেকনিক অসাধারণ। টেস্ট ম্যাচের সময় আমরা যে কোনও বোলারকে বলি, অফস্টাম বা চতু্র্থ স্টাম্পে যেন বলটা রাখে। কিন্তু স্মিথের ক্ষেত্রে ব্যাপারটা অন্য রকম হবে। কারণ, ও শট খেলার সময় শাফল করে। আর সেই জন্যই বোলারদের পাঁচ নম্বর স্টাম্পটাকে লক্ষ্য করতে হবে। আমি পড়েছি, স্মিথ শর্ট বলের বিরুদ্ধে যাতে ভালো খেলতে পারে, তার জন্য নিজেকে তৈরি করছে। তার মানে ভারতীয় বোলাররা যে ওর বিরুদ্ধে আগ্রাসী বোলিং করবে, সেটা খুব ভালো করেই জানে। আর সেই কারণেই অফস্টামেই ওর বেশি পরীক্ষা নেওয়া উচিত। ওকে ব্যাকফুটে নিয়ে যেতে হবে, যাতে ভুল করে।

আরও পড়ুন – ৪-০ সিরিজ হারতে পারে ভারত, সতর্কবার্তা ক্লার্কের

ডিফেন্সিভ বোলার এই মুহূর্তে ভারতের বোলিং (Team India) অ্যাটাকে যথেষ্ট ভারসাম্য আছে। বিশ্বের অন্যতম সেরা বোলিং। ২০টা উইকেট তুলে ম্যাচ জেতার মতো ক্ষমতা আছে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, ২০টা উইকেট তুলতে গিয়ে খুব বেশি রান খরচ করলেও চলবে না। আর সেই কারণে অ্যাটাকিং বোলারদের পাশাপাশি ডিফেন্সিভ বোলারও দরকার।

পিঙ্ক বল টেস্ট দিন-রাতের টেস্টের (Pink ball Test) স্ট্র্যাটেজিটাই অন্য রকম হয়। প্রথম সেশনেই দ্রুত রান তুলতে হয়। কারণ, ওই সময় পিচ অনেক বেশি ফ্ল্যাট থাকে। গোলাপি বল সিম করতে শুরু করে সন্ধে থেকে। সেই কারণে প্রথম সেশনে দ্রুত রান তোলা, ইনিংস ডিক্লেয়ার করা ব্যাপারটা মাথায় রাখতে হবে। বিপক্ষকে যতটা সম্ভব বেশি ফ্লাডলাইটে ব্যাট করাতে হবে। যাতে উইকেট তোলা যায়।

ওপেনিং কম্বিনেশন মায়াঙ্ক ওপেন করবেই। ও বড় রানটা করতে পারে। রোহিত যদি ফিট থাকে, তা হলে মায়াঙ্কের সঙ্গে ওরই ওপেন করা উচিত। রোহিত না পারলে, পৃথ্বী শ আর লোকেশ রাহুলের মধ্যে একজনের ওপেন করা উচিত। তবে, সেটা কে হবে, ফর্মের দিক থেকে কে এগিয়ে, টিম ম্যানেজমেন্টই ঠিক করুক।

অস্ট্রেলিয়ার ব্যাটিং গভীরতা স্মিথ, ওয়ার্নার, লাবুসেনদের মতো ব্য়াটসম্যানরা ওদের টিমের ফ্যাক্টর। দারুণ ফর্মেও আছে ওই তিনজন। যে কারণে এই টেস্ট সিরিজটা (Test Series) বেশ জমজমাট হবে। আশা করি, অস্ট্রেলিয়া টিমের বিরুদ্ধে সব রকম প্রস্তুতি নিয়েই মাঠে নামবে ভারত।

বিরাটের না থাকা বিরাটের না থাকাটা একটা ফ্যাক্টর হবে, কোনও সন্দেহ নেই। অন্য দিকে আবার ভারতীয় টিমে অনেক বিকল্পও আছে। তারা যথেষ্ট প্রতিভাবানও। তাদের জন্য এটা একটা বড় সুযোগ হতে পারে।

পূজারা বিরাটের সঙ্গে একই পংক্তিতে রাখব চেতেশ্বর পূজারাকেও। ওরা দু’জন মিলে অনেক দিন ধরে একসঙ্গে খেলছে। অজিঙ্ক রাহানেও আছে। তবে ও টিমে বিরাট-পূজারার মতো নিয়মিত নয়। যে কারণে পূজারার উপর অনেক বেশি আস্থা রাখব।